ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫
সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা, প্রতিনিধি :
প্রকাশিত : ০২:০০ এএম, ২৯ আগস্ট ২০২৫
Digital Solutions Ltd

রায়পুরা সংসদীয় আসন রাখতে মহাসড়কে বিক্ষোভ মানববন্ধন

প্রকাশিত : ০২:০০ এএম, ২৯ আগস্ট ২০২৫

সাদ্দাম উদ্দিন রাজের পাঠানো ছবি

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা, প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরার ছয়টি ইউনিয়নকে বেলাব ও শিবপুর উপজেলার সাথে যুক্ত করার প্রস্তাবকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পুরো রায়পুরা।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা পাঁচটা থেকে ছয়টায় পর্যন্ত উপজেলার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে কয়েক শত মানুষ মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।বিক্ষোভকারীরা “রায়পুরা ভাঙতে দিব না, আসন ভাগ হতে দিব না” নানান স্লোগানে মুখর করে তোলেন মহাসড়ক।

বক্তারা বলেন, যে ইউনিয়নগুলোকে শিবপুর ও বেলাবের সাথে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে, সেগুলোর দূরত্ব রায়পুরার তুলনায় অনেক বেশি। ইতিহাস, ঐতিহ্য ও কৃতী ব্যক্তিত্বের গৌরবময় রায়পুরাকে আর ভাঙতে দেওয়া হবে না। ১৯৮৩ সালে রায়পুরা ও মনোহরদী থেকে ইউনিয়ন কেটে বেলাব উপজেলা গঠন করা হয়েছিল। এবারও রায়পুরার ঐতিহাসিক অখণ্ডতা ভাঙার ষড়যন্ত্র চলছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা হুঁশিয়ারি দেন রায়পুরা থেকে একটি ইউনিয়নও অন্যত্র নেওয়া হলে ঢাকা-সিলেট মহাসড়ক, রেলপথ ও নৌপথ অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল “রায়পুরা থেকে একটি ইউনিয়নও এদিক-সেদিক করতে দেওয়া হবে না। আমরা এক ইঞ্চি মাটিও ছাড় দেব না। সেই সাথে কুচক্রী মহলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বায়ন জানান।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আউয়াল প্রধান, মরজার ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি তরিকুল ইসলাম শুক্কুর, ইউনিয়ন  ভারপ্রাপ্ত সভাপতি মো ফারুক আহাম্মদ প্রধান ও সাধারণ সম্পাদক মো হুমায়ুন কবীর, উপজেলা মৎসদলের সভাপতি ফিরুজ আল মুজাহিদ,
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো অহিদুজ্জামান প্রমূখ। দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করেন।
জানা গেছে, সম্প্রতি নরসিংদী-৪(বেলাব-মনোহরদী) আসনকে আলাদা সংসদীয় আসন ঘোষণার দাবি জানায় বেলাববাসী। এ নিয়ে নির্বাচন কমিশনের শুনানিতে বেলাবের এক বাসিন্দা ইলিয়াস উদ্দিন প্রস্তাব দেন রায়পুরার মুছাপুর, মির্জাপুর, বেলাবো এবং রাধানগর, উত্তর বাখরনগর, ডৌকারচর ও মরজাল ইউনিয়নকে শিবপুরের সাথে যুক্ত করার। ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে রায়পুরার সর্বস্তরের মানুষ। জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও ছাত্রসমাজ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এর তীব্র প্রতিবাদ জানাতে থাকেন রায়পুরার সাধারণ মানুষ। গতকাল বুধবার (২৭ আগস্ট) উপজেলা সদর, মুছাপুরের দৌলতকান্দি রেলওয়ে স্টেশন, মহেষপুর ও মরজালসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করে স্থানীয় জনগণ।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম লক্ষ্মীপুরে বিএনপির সম্পাদক পদে বিতর্কিত প্রার্থী সোহেল শিরোনাম রায়পুরা সংসদীয় আসন রাখতে মহাসড়কে বিক্ষোভ মানববন্ধন শিরোনাম খামারিদের দুধের দাম বৃদ্ধির দাবীতে মিল্কভিটার সামনে মানববন্ধন ১০ দিনের আলটিমেটাম। শিরোনাম মেধাবী ছাত্র রিফাতের বাঁচার আকুতি  শিরোনাম রাঙ্গাবালীতে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন শিরোনাম ওমানে গিয়ে মানসিক ভারসাম্যহীন, একযুগ পর বাড়ি ফিরলেন সুমন