ঢাকা, ০৭ জুলাই, ২০২৫
সবার কথা ডেস্ক :
প্রকাশিত : ০২:৩০ এএম, ০৬ জুলাই ২০২৫
Digital Solutions Ltd

নৌকায় মাছ শিকারের আড়ালে ইয়াবা ব্যবসা, নারীসহ গ্রেফতার ৪

প্রকাশিত : ০২:৩০ এএম, ০৬ জুলাই ২০২৫

ছবি : সংগৃহীত।

সবার কথা ডেস্ক :

মাদারীপুর রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মজুমদার বাজারের পাশ থেকে ইয়াবা ব্যবসায়ী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ |  নৌকায় মাছ শিকারের আড়ালে ইয়াবা ব্যবসা করতেন । তাদের কাছ থেকে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করে রাজৈর থানা পুলিশ।  রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান  জানান, বাজিতপুরে দীর্ঘদিন যাবত একাধিক টং ঘর ও নৌকায় অভিনব কায়দায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে ইয়াবা ডিলার সুমন হাওলাদার ও তার ভাই সোহেল হাওলাদারসহ তাদের লোকজন।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের প্রধান ব্যবসায়ী সুমন হাওলাদারের স্ত্রী টুম্মা বেগম (৩০), একই গ্রামের কালাম খালাসির ছেলে নয়ন খালাসি (২০), নয়ানগর গ্রামের জগিল হাওলাদারের ছেলে অনিক হাওলাদার (২২) ও সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কাঠেরপুল এলাকার নুরুজ্জামান ঘরামীর ছেলে সজিব ঘরামী (২০)।

 

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান আরো বলেন,তারা নদীর মাঝখানে নৌকার মধ্যে থাকে এবং সেখান থেকেই বিক্রি করে। তাদের কাছে যেতে হলে নৌকা নিয়ে যাওয়া লাগে। অপরিচিত কাউকে দেখলেই ইয়াবাগুলা পানির মধ্যে ফেলে দেয়। কারণ পানির মধ্যে গলে গেলে ওই মাদক ব্যবহারও করতে পারবে না আর তাদেরকে ধরেও আনতে পারবে না। এজন্য ওদেরকে ধরাও অনেক কষ্টকর। তবে মাদকের ব্যবহারে আমরা একটু বেশিই সোচ্চার। প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে, যেন মাদক নির্মুল করতে পারি।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম উপকূলজুড়ে বৃষ্টিপাত ও উত্তাল সাগর, পটুয়াখালীসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল শিরোনাম নৌকায় মাছ শিকারের আড়ালে ইয়াবা ব্যবসা, নারীসহ গ্রেফতার ৪ শিরোনাম দুধের চেয়ে যেন কোনক্রমেই গোখাদ্যের দাম বেশী না হয়: প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। শিরোনাম ইসরাইলকে যে শর্ত দিল হিজবুল্লাহ শিরোনাম ভাঙন-জলোচ্ছ্বাসে বিপর্যস্ত রাঙ্গাবালীর চালিতাবুনিয়া রক্ষায় মানববন্ধন শিরোনাম ছাত্র-জনতার ভয়ে ডোবায় ঝাঁপ সাবেক মেয়রের