ঢাকা, ০৮ এপ্রিল, ২০২৫
বাকৃবি প্রতিনিধি: :
প্রকাশিত : ০৩:০৮ পিএম, ০৭ এপ্রিল ২০২৫
Digital Solutions Ltd

‘উহুদের হাতিয়ার’ ধ্বনিতে গাজা গণহত্যার প্রতিবাদে মুখর বাকৃবি

প্রকাশিত : ০৩:০৮ পিএম, ০৭ এপ্রিল ২০২৫

‘উহুদের হাতিয়ার’ ধ্বনিতে গাজা গণহত্যার প্রতিবাদে মুখর বাকৃবি

বাকৃবি প্রতিনিধি: :

গাজায় যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরায়েলের চালানো বর্বর গণহত্যার বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কেআর মার্কেট এলাকা প্রদক্ষিণ করে শেষ হয় সমাবর্তন চত্বরে গিয়ে।

মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’; ‘দুনিয়ার মজলুম এক হও লড়াই করো’; ‘’ "ফ্রম দ্যা রিভার টু দ্যা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি", "বিশ্ব মুসলিম ঐক্য গড়ো, ফিলিস্তিন স্বাধীন করো", "উহুদের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার", "নেতা নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে"—এই ধরনের প্রতিবাদী স্লোগানে মুখর ছিলেন।

বিক্ষোভ মিছিলে অংশ নেয় বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে তারা ফিলিস্তিনের মুক্তি ও ইসরায়েল কর্তৃক গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদী বক্তব্য রাখেন।

বাকৃবির দ্বীনি কমিউনিটির সদস্য মো. মারুফ বিল্লাহ বলেন, "আমরা যখন সোশ্যাল মিডিয়াতে আসি আমাদের চোখে পানি চলে আসে ইসরাইলের বর্বরতা দেখে। কিন্তু এই অবস্থায় আমদের সামর্থ্য নেই আমাদের ভাইদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে এক হয়ে যুদ্ধ করতে। আমরা অনেক অনেক মাইল দুর থেকে একমাত্র তাদের জন্য দোয়া করতে পারি।"

এ সময় বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, 'আজ আমরা এমন এক সময়ে উপস্থিত হয়েছি, যখন গাজার একজন সাধারণ মানুষও রাতে শান্তিতে ঘুমাতে পারে না। শিশুরা কাঁদছে তাদের মায়ের জন্য, ইসরাইলের বর্বরতায় ছিন্নভিন্ন লাশ উড়ে বেড়াচ্ছে। বাতাসে ভাসছে বারুদের গন্ধ, লাশের গন্ধ। এমন পরিস্থিতিতে বাংলাদেশের কোনো মানুষ, কিংবা মুসলিম বিশ্বের কোনো মানুষও চুপ থাকতে পারে না। যারা এই হত্যাযজ্ঞের বিচার চাইবেন না এবং এখনো ইসরাইলি পণ্য ব্যবহার করছেন, তাদেরও ইসরাইলের সঙ্গে একত্রে বয়কট করা উচিত।' 

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম চাঁদা না দেয়ায় প্রাণনাশের হুমকি বিএন পি সভাপতির, থানায় জিডি সংখ্যালঘু জেলের শিরোনাম ‘উহুদের হাতিয়ার’ ধ্বনিতে গাজা গণহত্যার প্রতিবাদে মুখর বাকৃবি শিরোনাম কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদে গোসল করতে নেমে এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে শিরোনাম কচাকাটা প্রিমিয়ার লীগের গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত শিরোনাম সাতক্ষীরায় বিপুল পরিমাণ ভেজাল দুধ ও ঘি সহ দুই ভাই আটক শিরোনাম ৯ দিন বন্ধের পর আজ শুরু হচ্ছে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি