মুজিবনগরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
"তারুণ্যের অংশগ্রহণ"খেলাধুলার মানোন্নয়ন"
এই প্রতিপাদ্যে
মুজিবনগরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মুজিবনগর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা এর আয়োজনে, দিবসটি উপলক্ষে রবিবার সকাল এগারোটার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি পলাশ মন্ডলের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব রকিব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুস সাদাত রত্ন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দিন আল আজাদ মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক প্রিন্স, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও
মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান মোস্তাফিজুর রহমান,ক্রীড়া সংস্থার সদস্য ও প্রেসক্লাবের সহসভাপতি খাইরুল বাশার,ক্রীড়া সংস্থার সদস্য জহিরুল ইসলাম
সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিবৃন্দ এবং তরুণ ও যুব সমাজের প্রতিনিধি বৃন্দ।
আলোচনা সভায় উপজেলা ক্রীড়া সংস্হাকে আরো গতিশীল করা, উপজেলার খেলার মাঠ গুলোকে সংস্কার করা, বিভিন্ন খেলার আয়োজনে মাধ্যমে তরুন ও যুব সমাজকে খেলা মুখি করে মোবাইল আসক্তি, অনলাইন জুয়া, মাদকে প্রতিরোধ করার বিষয়ে বক্তব্য তুলে ধরে আলোচনা করেন অতিথিরা।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com