ঢাকা, ০৭ এপ্রিল, ২০২৫
মাসুম হোসেন অন্তু, (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশিত : ০৬:৪০ এএম, ০৬ এপ্রিল ২০২৫
Digital Solutions Ltd

শাহজাদপুরে মন্দিরে ঢুকে ৬ টি প্রতিমা ভাঙচুর

প্রকাশিত : ০৬:৪০ এএম, ০৬ এপ্রিল ২০২৫

শাহজাদপুরে মন্দিরে ঢুকে ৬ টি প্রতিমা ভাঙচুর

মাসুম হোসেন অন্তু, (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুরে  রাতের অন্ধকারে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৪ এপ্রিল) দিনগত রাত ৪টার দিকে দুর্বৃত্তরা শাহজাদপুর পৌর সদরের চালা শাহজাদপুর মহল্লার "ডোল ভিটা মিলন সংঘ" মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে চলে যায়। এতে মন্দিরে থাকা গণেশ, লক্ষী, স্বরস্বতিসহ মোট ৬টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) ভোরে মন্দিরের পাশের বাড়ির লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করেছে শাহজাদপুর থানা পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে শতশত সনাতন ধর্মাবলম্বীরা ক্ষতিগ্রস্থ মন্দিরে গিয়ে জড় হয়ে ক্ষোভ প্রকাশ করেন।

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী এবং শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাণী সাহা, সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত জানায়, যুগ যুগ ধরে এখানে পূজা অর্চনা হয়ে আসছে। এটা শাহজাদপুরের একটি ঐতিহ্যবাহী মন্দির। ইতোপূর্বে এখানে কখনো হামলা ভাঙচুরের ঘটনা ঘটেনি। এই মহল্লার হিন্দু মুসলিম সবার আন্তরিক সহযোগিতায় এখানে পূজা উদযাপন হয়ে আসছে দীর্ঘকাল। আজ হঠাৎ কে বা কাহারা রাতের অন্ধকারে এসে প্রতিমা ভাঙচুর করে চলে গেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সনাতনী নেতৃবৃন্দ দুষ্কৃতকারীকে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।

বিষয়টি নিয়ে এএসপি (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুষ্কৃতকারীকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এ ঘটনায় সনাতনীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। শতশত সনাতন ধর্মাবলম্বী বিক্ষুব্ধ মানুষ এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন। সেইসাথে তারা চরম উদ্বেগও প্রকাশ করেছেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম ট্রাম্পের শুল্কারোপ পেছানোর সম্ভাবনা নেই : শেখ বশিরউদ্দীন শিরোনাম ইসলামী ব্যাংকের এমডি বাধ্যতামূলক ছুটিতে শিরোনাম বাংলাদেশসহ ১৩ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা সৌদির শিরোনাম পটুয়াখালীতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ শিরোনাম নাগেশ্বরীতে আগুনে পুড়ে গেল দুটি গরুসহ ঘরবাড়ি , ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮ লক্ষেরও বেশি শিরোনাম ব্রহ্মপুত্র তীরে অষ্টমী স্নান ও গঙ্গাপূজা: কচাকাটায় হাজারো পুণ্যার্থীর সমাগম