কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদে গোসল করতে নেমে এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদে গোসল করতে নেমে এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ মাদরাসা ছাত্রের নাম সাজিম (১৩) ইসলাম। সে নাগেশ্বরী বাজারের বাসিন্দা জাহাঙ্গীর আলম মতির ছেলে। সে নাগেশ্বরী দারুল আবরার ক্যাডেট মাদরাসার ছাত্র। রোববার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার বামনডাঙা ইউনিয়নের বড়মানী এলাকায় দুধকুমার নদে নিখোঁজ হয় সাজিম। স্থানীয় ইউপি সদস্য বাদল মিয়া জানান, দুপুরে মাদরাসা ছাত্র সাজিমসহ তিন-চারজন বন্ধু দুধকুমার নদে গোসল করতে নামে। নদী ছোট হয়ে যাওয়ায় তারা চারজনে সাতার দিয়ে নদী পারাপার হচ্ছিল। শেষবার সাতরে পূর্ব তীর থেকে পশ্চিম তীরে আাসার সময় সাজিম তলিয়ে যায়। বাকিরা চিৎকার করলে আশপাশের লোকজন এসে নদীতে খোঁজ করতে থাকে। বিকেলে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। সাজিমের বাবা জাহাঙ্গীর আলম মতি বলেন, সাজিমের সঙ্গে গোসল করতে আসা বন্ধুদের একজন তাকে ফোন করে তার নিখোঁজের বিষয়টি জানায়। তখন থেকেই তিনি ছেলেকে ফিরে পাওয়ার আশায় বসে আছেন নদের কিনারে। নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্য সাইফুল ইসলাম জানান, রোববার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কাজ চলবে, না পাওয়া গেলে পুনরায় উদ্ধার কাজে নামবে ডুবুরি দল।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com