ঢাকা, ০৮ এপ্রিল, ২০২৫
ইব্রাহীম হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধি : :
প্রকাশিত : ০৩:০৩ পিএম, ০৭ এপ্রিল ২০২৫
Digital Solutions Ltd

সাতক্ষীরায় বিপুল পরিমাণ ভেজাল দুধ ও ঘি সহ দুই ভাই আটক

প্রকাশিত : ০৩:০৩ পিএম, ০৭ এপ্রিল ২০২৫

সাতক্ষীরায় বিপুল পরিমাণ ভেজাল দুধ ও ঘি সহ দুই ভাই আটক

ইব্রাহীম হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধি : :


সাতক্ষীরায় ভেজাল দুগ্ধজাত পণ্য তৈরীর কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ঘি ও দুধসহ দুই ভাইকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ । গতকাল শনিবার (৫ এপ্রিল) সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের হাবাসপুর গ্রামে রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত চলা এই অভিযানে ভেজাল ঘি, তরল দুধ, দুগ্ধজাত পণ্য তৈরির সরঞ্জামসহ ভেজাল দুধ ও ঘি তৈরীর কাজে ব্যবহৃত নানান উপাদান জব্দ করে গোয়েন্দা পুলিশ।

আটককৃত দু’জন হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের হাবাসপুর গ্রামের অশোক কুমার ঘোষের ছেলে কমল কুমার ঘোষ (৩৮) ও দিলীপ কুমার ঘোষ (৪৩)।

ডিবি পুলিশ সূত্র জানায়, ছোটকাল থেকে দুধের ব্যবসা থাকলেও গত সাত বছর যাবত ভেজাল ঘি ও দুধের কারবার করে আসছিল সদরের হাবাসপুর গ্রামের কমল ঘোষ ও তার ভাই দিলীপ ঘোষ। একপর্যায়ে তারা বাড়িতে একটি ভেজাল দুগ্ধজাত পণ্য তৈরির কারখানা গড়ে তোলে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ এই কারখানার সন্ধান পায়।

উক্ত খবরের ভিত্তিতে সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক নিজাম উদ্দিনের নেতৃত্বে শনিবার রাত ৯টায় ওই কারখানায় অভিযান চালানো হয়। রাত ১১টা পর্যন্ত ওই কারখানায় অভিযান চালিয়ে ২০ লিটার ভেজাল ঘি ও ২৬০ লিটার ভেজাল তরল দুধ জব্দ করে গোয়েন্দা পুলিশ। এছাড়া ভেজাল দুধ ও ঘি তৈরীর কাজে ব্যবহৃত কস্টিক সোডা, পামওয়েল, সয়াবিন তেল, জেলি ও মেশিন জব্দ করা হয়।

এসময় ভেজাল দুধের কারবারি কমল ও দিলীপ ঘোষ বিষয়টি স্বীকার করে বলেন, তারা ৫০০ লিটার পরিমাণ দুধে ৫০০ গ্রাম পামওয়েল দেয়। এছাড়া সয়াবিন তেল ও এক ধরনের জেলি কাঁচামাল হিসেবে ব্যবহার করে। প্রতিদিন ৩-৪ শ’ লিটার দুধ ও আধা মন ঘি তৈরি হয় তাদের কারখানায়। দুধ পুরোটাই মিল্ক ভিটায় দেয়া হয় আর ঘি বিভিন্ন বাজারে বিক্রি করা হয়।

কমল ঘোষ বলেন, ছোটকাল থেকে দুধের ব্যবসা করলেও গত পাঁচ-সাত বছর যাবত তারা এই ভেজাল কারবারে জড়িয়েছেন।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. নিজাম উদ্দীন মোল্লা জানান, আশাশুনি থানার সীমান্ত এলাকা ও সাতক্ষীরা সদরে ফিংড়ী ইউনিয়নে বহুদিন ধরে দুগ্ধজাত ভেজাল পণ্য ঘি ও দুধ তৈরি করে আসছিল কিছু অসাধু কারবারি। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম চাঁদা না দেয়ায় প্রাণনাশের হুমকি বিএন পি সভাপতির, থানায় জিডি সংখ্যালঘু জেলের শিরোনাম ‘উহুদের হাতিয়ার’ ধ্বনিতে গাজা গণহত্যার প্রতিবাদে মুখর বাকৃবি শিরোনাম কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদে গোসল করতে নেমে এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে শিরোনাম কচাকাটা প্রিমিয়ার লীগের গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত শিরোনাম সাতক্ষীরায় বিপুল পরিমাণ ভেজাল দুধ ও ঘি সহ দুই ভাই আটক শিরোনাম ৯ দিন বন্ধের পর আজ শুরু হচ্ছে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি