নিজস্ব প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের রাত্রিকালীন অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২২ মার্চ, ২০২৫) দিবাগত রাতে জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় নিয়মিত কাজের অংশ হিসেবে থানা পুলিশ হরিরামপুর ও পৌরশহরের বুজরুক বোয়ালিয়া থেকে দুইজনকে গ্রেফতার করে। পরের দিন রবিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে উভয়কে জেল হাজতে পাঠানো হয়।
গ্রেফতার ও আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. বুলবুল ইসলাম।
তিনি জানান, এক বছরের সাজাপ্রাপ্ত আকতারুল ইসলামকে গ্রেফতারী পরোয়ানা মূলে উপজেলার হরিরামপুর ইউপির হরিরামপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে।
অপরদিকে ৩টি সিআর মামলায় ১ বছর করে সাজাপ্রাপ্ত শাহজাহান আলীকে তার বাড়ি পৌরশহরের বুজরুক বোয়ালিয়া থেকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
ওসি আরও জানান, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতীশীল রাখতে উপজেলাজুড়ে থানা পুলিশের অভিযান অব্যহত আছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com