আমতলীতে চার ইটভাটিতে ১০ লাখ টাকা জরিমানা।
বরগুনার আমতলীতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে পরিবেশগত ছাড়পত্রের কতিপয় শর্ত লংঘন ও আইনের ৪ ধারা লংঘন করে ইটভাটি পরিচালনা করায় চার ইটভাটির মালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিশেষ ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান রবিবার বিকেলে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
জানাগেছে, আমতলী উপজেলায় ২০ টি ইটভাটি রয়েছে। তার অধিকাংশ ইটভাটির মালিকরা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র,ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন না মেনে ইটভাটি পরিচালনা করে আসছেন। রবিবার বিকেলে পরিবেশ অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব ও বিশেষ ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান অভিযান পরিচালনা করেছেন। এ সময় বিশেষ ম্যাজিস্ট্রেট দক্ষিণ আমতলী মেসার্স সাগর ব্রিকসে তিন লক্ষ টাকা, কুকুয়া ইউনিয়নের রায়বালা এলাকায় মেসার্স ফাইফ স্টার ব্রিকসে দুই লাখ টাকা, বিসমিল্লাহ ব্রিকসে তিন লাখ টাকা এবং আল্লাহর দান ব্রিকসে দুই লাখ টাকা জরিমানা করেছেন।
বরগুনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে আইনের ধারা লংঘন করে ইটভাটি পরিচালনা করায় চার ইটভাটিতে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com