ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫
আলী আজীম, মোংলা (বাগেরহাট): :
প্রকাশিত : ০২:০৫ পিএম, ২৩ মার্চ ২০২৫
Digital Solutions Ltd

আটকে পড়া জেলেদের উদ্ধার করলো কোষ্টগার্ড

প্রকাশিত : ০২:০৫ পিএম, ২৩ মার্চ ২০২৫

আটকে পড়া জেলেদের উদ্ধার করলো কোষ্টগার্ড

আলী আজীম, মোংলা (বাগেরহাট): :

সুন্দরবনের পক্ষিচরে ফিশিং ট্রলার গ্রউন্ডিং হয়ে আটকে পড়া ০৭ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। রবিবার (২৩ মার্চ) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিঙ্গপ্তীতে সাংবাদিকদের এ তথ্য জানান। 

উদ্ধার হওয়া জেলেরা হলো-রহিম হাওলাদার (৪২),
এনাম ফকির (৪৫), শাহ আলম শিকদার (৪০),
শহিদুল হাওলাদার (৪০), সালাম হাওলাদার (৪০),
মোসা হাওলাদার (১৮), আজিজুল হাওলাদার (২০)। উদ্ধার হওয়া সকলেই বাগেরহাটের শরণখোলা থানার বাসিন্দা।

তিনি বলেন, আজ রবিবার ভোর ৪ টায় 'এমভি মায়ের দোয়া' নামক একটি ফিশিং ট্রলার সাগর থেকে মাছ ধরে ফেরার পথে সুন্দরবনের কচিখালীর পক্ষিরচর এলাকায় ডুব চড়ে আটকে যায়। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট কচিখালী থেকে ৪ সদস্যর একটি উদ্ধারকারী দল দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌছায়। উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করে ট্রলারে আটকে পড়া ৭ জেলেকে নিরাপদে উদ্ধার করে বিসিজি আউটপোস্ট কচিখালীতে নিয়ে আসে। আঘাত পাওয়া জেলেদের কোস্ট গার্ডের মেডিক্যাল টিম প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং বর্তমানে তারা সবাই সুস্থ রয়েছেন। 

তিনি আরও বলেন, পরবর্তীতে উদ্ধার করা জেলেদের মালিকপক্ষের সমন্বয়ে অপর একটি ফিশিং বোটে হস্তান্তর করা হয়। 

বাংলাদেশ কোস্ট গার্ড সমুদ্র ও নদী তীরবর্তী অঞ্চলে দুর্যোগ মোকাবেলা এবং জননিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান কোষ্টগার্ডের এ কর্মকর্তা।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম সাতক্ষীরার দেবহাটায় চাঁদপুরের মারকাজ মসজিদের ইমামকে লাঞ্ছিত করায় প্রতিবাদ সমাবেশ শিরোনাম ৫০০ টাকায় বিয়ে বাড়ীতে ভাড়া দেওয়া হলো প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ। শিরোনাম আখাউড়ায় ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে নিচে পড়ে তরুণের মৃত্যু, গুরুতর আহত ৩ শিরোনাম ভূরুঙ্গামারীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শিরোনাম নির্বাচন নিয়ে ফজলুর রহমানের হুঁশিয়ারি শিরোনাম নরসিংদীতে তুচ্ছ ঘটনায় ৪ জনকে কুপিয়ে জখম,একজনের গলা কেটে হত্যার চেষ্টা!!!