ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫
ইব্রাহীম হোসেন দেবহাটা প্রতিনিধি: :
প্রকাশিত : ১২:৩১ এএম, ১২ নভেম্বর ২০২৪
Digital Solutions Ltd

বর্ণাঢ্য আয়োজনে দেবহাটা প্রেসক্লাবের নব কমিটির অভিষেক অনুষ্ঠান

প্রকাশিত : ১২:৩১ এএম, ১২ নভেম্বর ২০২৪

সংগ্রকৃত

ইব্রাহীম হোসেন দেবহাটা প্রতিনিধি: :

ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে দেবহাটা প্রেসক্লাবের নব-কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) প্রেসক্লাব চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্লাবের উপদেষ্টা মো. আসাদুজ্জামান। 


বিশেষ অতিথির বক্তব্য দেন সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যনার্জী, সহকারী কমিশনার ভূমি শরীফ নেওয়াজ, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মাদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ¦ মাহবুবুল আলম, প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক দৃষ্টিপাতে নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপদেষ্টা আব্দুল ওহাব, উপজেলা বিএনপি সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওলিউল ইসলাম, সেক্রেটারী এইচএম ইমদাদুল হক, ভোমরা সি এন্ড এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আবু হাসান, হাজী কেয়ামদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাফিজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা জামায়াতের অন্যতম সদস্য জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসান শরাফি, জাকির হোসেন, মোকলেছুর রহমান মুকুল, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ, বিএনপি নেতা শহিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহীনা খাতুন প্রমুখ। 


এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, সমবায় কর্মকর্তা মনোজিত মন্ডল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, প্রেসক্লাবের সহ সভাপতি সুমন পারভেজ বাবু, সুজন ঘোষ, যুগ্ম সাধারন সম্পাদক লিটন ঘোষ বাপি, ফরহাদ হোসেন নিলয় (সবুজ), সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক এসকে অভি, দপ্তর সম্পাদক এমএ মামুন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক এসএম নাসির উদ্দীন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, কায্যনির্বাহী সদস্য রাজু আহমেদ, রুহুল আমিন, আব্দুস সালাম, সদস্য আবু হুরায়রা, আজিজুল হক আরিফ, অনিকেত আলাম ফাউন্ডেশনের পরিচালক অনিকেত আলাম, কাকন ফাউন্ডেশনের পরিচালক মাহাবুর আলম, সার্স সমৃদ্ধি কর্মসূচির ম্যানেজার আলমগীর হোসেন, সখিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোহাগ হোসেন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। শুরুতে অতিথিদের ব্যাজ ও উত্তরীয় পরিয়ে বরণ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দরা। পরে নব-কমিটির সদস্যদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। 
অনুষ্ঠানে বক্তরা বস্তুনিষ্ট, সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতিকে এগিয়ে নেওয়ার আহবান জানান। সেই সাথে হলুদ সাংবাদিকতা পরিহার এবং মিথ্য তথ্যের মাধ্যমে যেন কোন মানুষ ক্ষতিগ্রস্থ না হয় সে বিষয়েও পরামর্শ প্রদান করেন বক্তরা। এছাড়া অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে নতুন ভবন সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

মিডিয়া বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম সাতক্ষীরার দেবহাটায় চাঁদপুরের মারকাজ মসজিদের ইমামকে লাঞ্ছিত করায় প্রতিবাদ সমাবেশ শিরোনাম ৫০০ টাকায় বিয়ে বাড়ীতে ভাড়া দেওয়া হলো প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ। শিরোনাম আখাউড়ায় ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে নিচে পড়ে তরুণের মৃত্যু, গুরুতর আহত ৩ শিরোনাম ভূরুঙ্গামারীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শিরোনাম নির্বাচন নিয়ে ফজলুর রহমানের হুঁশিয়ারি শিরোনাম নরসিংদীতে তুচ্ছ ঘটনায় ৪ জনকে কুপিয়ে জখম,একজনের গলা কেটে হত্যার চেষ্টা!!!