ঢাকা, ১০ ডিসেম্বর, ২০২৫
আল ইয়ামিন আবির,স্টাফ রিপোর্টার :
প্রকাশিত : ০১:৩২ পিএম, ২৫ মে ২০২৫
Digital Solutions Ltd

জটিল রোগে আক্রান্ত মিমি, ‍মুক্তি প্রায় অসম্ভব!

প্রকাশিত : ০১:৩২ পিএম, ২৫ মে ২০২৫

জটিল রোগে আক্রান্ত মিমি, ‍মুক্তি প্রায় অসম্ভব!

আল ইয়ামিন আবির,স্টাফ রিপোর্টার :

টলিউডের ব্যস্ততম অভিনেত্রীদের একজন মিমি চক্রবর্তী। বাংলাদেশেও তার জনপ্রিয়তা কম নয়। বিশেষ করে শাকিব খানের সঙ্গে অভিনীত ‘তুফান’ সিনেমায় তার পারফরম্যান্স দর্শকদের মন জয় করেছে।


পর্দার বাইরে, সামাজিক যোগাযোগমাধ্যমেও সমানভাবে সরব মিমি। নিয়মিত ভাগ করে নেন শরীরচর্চা, ভ্রমণ, খাদ্যাভ্যাস কিংবা প্রিয় পোষ্যদের সঙ্গে কাটানো মুহূর্ত।

 
 

Mimi.1

মিমি চক্রবর্তী। ছবি: সংগৃহীত

 

 

শনিবার (২৪ মে) ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নায়িকা। যেখানে তার একাধিক ছবি রয়েছে। যার মধ্যে একটি ছবি দেখে বোঝা যাচ্ছে, মাইগ্রেনের সমস্যায় ভোগেন তিনি। 

মিমির শেয়ার করা ছবিতে একদিকে যেমন দেখা যাচ্ছে, তার জিমের ছবি। অন্যদিকে মেদহীন স্বাস্থ্যও ধরা দিয়েছে ক্যামেরাতে। এর মধ্যে একটি ছবি ছিল, যেখানে নায়িকার চোখের ওপর আইস প্যাক লাগানো। এই ছবির সঙ্গে অভিনেত্রী লিখেছেন, ‘মাইগ্রেন, তুমি কঠিনভাবে আঘাত করেছ।’ এই ছবি যেন তার অসহ্য যন্ত্রণারই প্রতিচ্ছবি।

Mimi.2

মিমি চক্রবর্তী। ছবি: সংগৃহীত

 

ভারতীয় সংবাদমাধ্যম আজকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিমি মাইগ্রেনের সমস্যায় ভুগছেন বহু বছর ধরেই। গত বছরও অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানান, ‘এই মাইগ্রেন থেকে বাঁচা কেবল কঠিন নয়, অসম্ভব।’

 Mimi.3

মিমি চক্রবর্তী। ছবি: সংগৃহীত

 

এটি সাধারণত একটি ক্রনিক রোগ। যা অনেক সময় বংশ পরম্পরায় হয়, আবার পরবর্তীকালেও হয়। অতিরিক্ত টেনশন, কাজের চাপ, মানসিক চাপ, দীর্ঘক্ষণ না খেয়ে থাকা, রোদ বা ঠাণ্ডা ইত্যাদি বিভিন্ন কারণেই সাধারণত মাইগ্রেনে আক্রান্ত হন মানুষ। এর ফলে আক্রান্তের সাধারণ মাথাব্যথা হয়। সহ্য হয় না আলো, প্রবল আওয়াজ। মিমির মাইগ্রেন রয়েছে।

Mimi.4

মিমি চক্রবর্তী। ছবি: সংগৃহীত

 

শ্যুটিং থেকে শুরু করে একাধিক ফটোশ্যুট, অ্যাড শ্যুট, ছবির প্রচারসহ প্রতিদিনিই প্রচুর কাজের মধ্যে দিয়ে যেতে হয় মিমিকে। তবে খাওয়া-দাওয়া খুব একটা দেরিতে না হলেও সঠিক সময়েই করেন তিনি। সঙ্গে রয়েছে কড়া শরীরচর্চা। খুবই শৃঙ্খলাপরায়ন জীবন যাপন করে থাকেন মিমি 

খুব একটা টলিপাড়ার পার্টিতে দেখা মেলে না তার। কাজের ফাঁকে মিমি পোষ্যদের সঙ্গেই সময় কাটাতে বেশি ভালোবাসেন। কিছুদিন আগেই ‘রক্তবীজ ২’-এর শ্যুটিং শেষ করেছেন। এবার পালা এই ছবি মুক্তির। পাশাপাশি ডাইনি সিরিজেও মিমির অভিনয় খুবই প্রশংসা পেয়েছে।

মিডিয়া বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com