ঢাকা, ০৩ এপ্রিল, ২০২৫
এন এস আবিদ মাহমুদ। যশোর জেলা প্রতিনিধি : :
প্রকাশিত : ০৫:২৬ এএম, ৩১ অক্টোবর ২০২৪
Digital Solutions Ltd

নভেম্বরেই পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর রুটে ট্রেন চলাচল শুরু

প্রকাশিত : ০৫:২৬ এএম, ৩১ অক্টোবর ২০২৪

সংগ্রকৃত

এন এস আবিদ মাহমুদ। যশোর জেলা প্রতিনিধি : :

পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর রুটে বহুল প্রতীক্ষিত ট্রেন সার্ভিসটি আসছে নভেম্বরের মাঝামাঝি সময়ে চালু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

গত মঙ্গলবার বিষয়টি জানিয়েছেন পদ্মা রেল লিংক প্রকল্পের পরিচালক মো. আফজাল হোসেন।

তিনি বলেন, আমরা নভেম্বরের মাঝামাঝি (১৫-২০ নভেম্বর) থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করার ব্যাপারে আশাবাদী। আগামী ১৫ নভেম্বর সকালে বেনাপোল এক্সপ্রেস ট্রেন যশোর হয়ে কমলাপুর স্টেশনের উদ্দেশে বেনাপোল ছেড়ে আসার কথা রয়েছে।

একই দিনে সুন্দরবন এক্সপ্রেস কমলাপুর স্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাবে।
প্রকল্প পরিচালক বলেন, নবনির্মিত ব্রডগেজ সিঙ্গেল লাইন রেল ট্র্যাকটি রূপদিয়া ও সিংগিয়া স্টেশন হয়ে বিদ্যমান খুলনাগামী রেল ট্র্যাককে সংযুক্ত করেছে। সরকার ৩৭ হাজার ১৫৫ কোটি টাকা ব্যয়ে কমলাপুর থেকে রূপদিয়া ও সিংগিয়া স্টেশন পর্যন্ত ১৭২ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করেছে। প্রকল্প অনুযায়ী, বাংলাদেশ রেলওয়ের (জিআইবিআর) সরকারি পরিদর্শক ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত দুই দিনের লাইন পরিদর্শন শেষে প্রকল্পের কাজটি সফলভাবে সুসম্পন্ন হয়েছে।

পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার ব্রড-গেজ সিঙ্গেল-লাইন নির্মাণ করেছে বাংলাদেশ রেলওয়ে, যা ব্যয়ের দিক থেকে রেলওয়ের সবচেয়ে বড় প্রকল্প।   

গত বছরের অক্টোবরে এই লাইনের ঢাকা-ভাঙ্গা রুটে ট্রেন চালু হয়। এই রুটে পাঁচটি ট্রেন চলাচল করছে। ঢাকা-যশোর রুটের রেল লাইন চালু হলে ঢাকা ও যশোরের মধ্যে দূরত্ব ২০০ কিলোমিটার এবং ভ্রমণের সময় অর্ধেক কমে যাবে।
বর্তমানে যশোর পৌঁছাতে সময় লাগে আট ঘণ্টার বেশি। লাইনটি দেশের বৃহত্তম দুটি সমুদ্রবন্দর চট্টগ্রাম ও মোংলাকে সরাসরি সংযুক্ত করবে।

তথ্য প্রযুক্তি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম আখাউড়ায় ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে নিচে পড়ে তরুণের মৃত্যু, গুরুতর আহত ৩ শিরোনাম ভূরুঙ্গামারীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শিরোনাম নির্বাচন নিয়ে ফজলুর রহমানের হুঁশিয়ারি শিরোনাম নরসিংদীতে তুচ্ছ ঘটনায় ৪ জনকে কুপিয়ে জখম,একজনের গলা কেটে হত্যার চেষ্টা!!! শিরোনাম নাটোরে আওয়ামীলীগ বিএনপির সংঘর্ষ, গুলিবিদ্ধ-২ শিরোনাম নাগেশ্বরীর হাসনাবাদ যুব উন্নয়ন  সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ