ঢাকা, ০৩ এপ্রিল, ২০২৫
আতিকুর রহমান , কুড়িগ্রাম প্রতিনিধিঃ :
প্রকাশিত : ০৫:২৩ এএম, ২২ অক্টোবর ২০২৪
Digital Solutions Ltd

৫ বছর পর পার্বতীপুর- কুড়িগ্রাম চিলমারী রুটে রমনা মেইল পুনরায় চালু

প্রকাশিত : ০৫:২৩ এএম, ২২ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিনিধি

আতিকুর রহমান , কুড়িগ্রাম প্রতিনিধিঃ :

করোনা মহামারীর সময় ২০২০ সালের মার্চ মাসে পার্বতীপুর-চিলমারী রুটে রমনা মেইল ট্রেনটি বন্ধ করে রেলওয়ে অধিদপ্তর। এরপর দীর্ঘ ৫ বছর থেকে চিলমারী-পার্বতীপুর রুটে লোকাল এই ট্রেনটি বন্ধ ছিল। আজ সোমবার(২১ অক্টোবর) পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে কুড়িগ্রামের চিলমারী রমনা রুটে আবারও ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ কর্তৃপক্ষ। এতে কুড়িগ্রাম-চিলমারী অঞ্চলের নিম্ন আয়ের মানুষ আনন্দিত।

রেলওয়ে সংশ্লিষ্ট সুত্র জানায়, ২০২০ সালের মার্চে করোনার মহামারীর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সারা দেশের ট্রেন চলাচল বন্ধের সময় রমনা লোকাল ট্রেনটি বন্ধ হয়ে যায়। পরে দেশের সব রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও পার্বতীপুর-রমনা লোকাল ট্রেন বন্ধ রাখা হয়।

তবে ২০২২ সালের ১ মার্চ রমনা লোকাল ট্রেনটির পরিবর্তে চিলমারী কমিউনিটর নামে একটি ট্রেন চালু করা হলেও ট্রেনটির সুবিধাজনক সময়ে না পৌঁছানো এবং তিস্তা ও কাউনিয়া জংশনে অন্যান্য ট্রেনের সাথে সংযোগ না পাওয়া ইত্যাদি কারণে ট্রেনটি জনপ্রিয় হতে পারেনি। তবে দীর্ঘ ৫ বছর পর রমনা মেইল ট্রেনটি আবার চালু হওয়ার খবরে এ জেলার প্রান্তিক পর্যায়ে খুশির আমেজ বইছে। 

রমনা রেলওয়ে স্টেশন শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির চিলমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক, আব্দুল মতিন সরকার শিরিন, তিনি বলেন সকালে রমনা থেকে ছেড়ে যাওয়া কমিউনিটর ট্রেনটিকে ঠিক রেখে মেইল ট্রেনটি সঠিকভাবে পরিচালিত হলে কুড়িগ্রাম জেলা ও বিশেষ করে রৌমারী, রাজীবপুরের মানুষ জেলা ও বিভাগীয় শহরে যাওয়া আসা করতে পারবে, যুবনেতা শাহ আলম সবুজ, তাইবুর রহমান, বৈষম্য ছাত্র বিরোধী আন্দালনের সমন্বয়ক, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ, এলাকার বাসিন্দা মোঃ বাচ্চু মিয়া বলেন,’দীর্ঘ ৫ বছর পর এই স্টেশনে আবার রমনা লোকাল ট্রেন চালু হওয়ার খবরে এলাকায় আনন্দ বিরাজ করছে। ট্রেনের সময়সূচী টা একটু পরিবর্তন করে সকাল ১০টায় করলে হয়তো আরো বেশি সাধারণ মানুষের কাজে আসবে, রমনা লোকাল ট্রেন চালুতে আমরা অত্যন্ত খুশি।'

রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ বলেন, 'সোমবার সকাল সাড়ে ৯টায় পার্বতীপুর থেকে রমনা লোকাল রাজারহাট স্টেশনে প্রবেশ করে। সেখানে গণকমিটির নেতৃবৃন্দ উপস্থিত যাত্রীদের ফুলের শুভেচ্ছা জানায়। পরে তারা রমনা মেইলে উঠে চিলমারীর দিকে যাত্রা শুরু করে। পথে কুড়িগ্রাম স্টেশন, পাচপীর স্টেশন ও উলিপুর স্টেশনে যাত্রাবিরতীর কালে নেতাকর্মীরা রমনা মেইল চালু করায় ফুলের শুভেচ্ছা জানায়।

রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাবেক সভাপতি নাহিদ হাসান বলেন,’আগে রমনা রেলপথে ৪টি লোকাল ট্রেন চলতো। সম্প্রতি একটি চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ট্রেন চালুর মধ্য দিয়ে কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর ৩ জেলার মানুষের উপকার হবে। পর্যায়ক্রমে বাকি ৩টি ট্রেনও চালু করা হবে।’

তথ্য প্রযুক্তি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম আখাউড়ায় ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে নিচে পড়ে তরুণের মৃত্যু, গুরুতর আহত ৩ শিরোনাম ভূরুঙ্গামারীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শিরোনাম নির্বাচন নিয়ে ফজলুর রহমানের হুঁশিয়ারি শিরোনাম নরসিংদীতে তুচ্ছ ঘটনায় ৪ জনকে কুপিয়ে জখম,একজনের গলা কেটে হত্যার চেষ্টা!!! শিরোনাম নাটোরে আওয়ামীলীগ বিএনপির সংঘর্ষ, গুলিবিদ্ধ-২ শিরোনাম নাগেশ্বরীর হাসনাবাদ যুব উন্নয়ন  সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ