ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫
আলী আজীম, মোংলা প্রতিনিধি :
প্রকাশিত : ০১:৪৭ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৪
Digital Solutions Ltd

মোংলায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কমিটির শপথ

প্রকাশিত : ০১:৪৭ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৪

মোংলায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কমিটির শপথ

আলী আজীম, মোংলা প্রতিনিধি :

সকল প্রকার শিরক, বিদআত, অন্যায়, অসত্য ও অপসংস্কৃতির বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সর্বস্তরের ওলামায়ে কেরাম, মাশায়েখে ইজম ও আইম্মায়ে মাসাজিদে কেরামের সমন্বয়ে গঠিত জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ'র মোংলা উপজেলা শাখার নতুন কমিটি গঠন, কমিটির পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় পৌর শহরের পাওয়ার হাউজ রোড এলাকায় হোটেল টাইগার অডিটোরিয়ামে (৪র্থ তলা) এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্ব সম্মতিক্রমে ২০২৪-২৫ সনের জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মোংলা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।
 
মোংলা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তৈয়েবুর রহমান কে সভাপতি ও বায়তুন নূর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইব্রাহীম আমিন কে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের বাগেরহাট জেলা শাখার সভাপতি মাওলান শাহ-জালাল সিরাজী। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বাগেরহাট জেলা উপদেষ্টা আলহাজ্ব মাওলানা মুজ্জাম্মিল হক কাসেমী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বাগেরহাট জেলা সাংগঠনিক সম্পাদক মুফতী আবিদুর রহমান, আইএবি বাগেরহাট জেলা সাবেক সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা রুহুল আমিন।

কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মাওলানা ইউসুফ ইকবাল, মাওলানা আফজাল হোসাইন, সহ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম সাদী, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ইমদাদুল হক, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুফতী ফজলুল করিম, সহ প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি মুয়ায উদ্দিন, দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মুফতী তাওকীর আহমাদ, মসজিদ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি আবু জাফর, আলিয়া মাদরাসা বিষয়ক সম্পাদক মাওলানা ইউসুফ আলী শেখ, মহিলা মাদরাসা বিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক ক্বারী আ: করিম মুছাল্লী, ওলামা কল্যাণ সম্পাদক মাওলানা ফেরদাউস আলম, এবতেদায়ী মাদরাসা ও মক্তব বিষয়ক সম্পাদক ক্বারী মাওলানা জাকির হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আলাউদ্দিন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মাহদী হাসান সবুজ, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হাফেজ আবু সাঈদ, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মারুফ, সহ প্রচার সম্পাদক হাফেজ তারেক বিন সুলতান, দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা ইসমাইল বিন আ: আজিজ, সহ দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, বায়তুলমাল বিষয়ক সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, সহ বায়তুলমাল বিষয়ক সম্পাদক হাফেজ নুর ইসলাম, খেদমতে খালক বিষয়ক সম্পাদক মাওলানা মোক্তার হোসাইন ও সদস্যরা হলেন, হাফেজ ক্বারী আবু তাহের, হাফেজ মাওলানা মো: তরিকুল ইসলাম, হাফেজ মাওলানা রবিউল ইসলাম, হাফেজ আনিসুর রহমান, হাফেজ মাসুম বিল্লাহ, ক্বারী ফয়সাল আহমাদ।

অনুষ্ঠানে নব গঠিত সকল দায়িত্বশীলদের পরিচিতি পর্ব সম্পাদন ও কাজের প্রতিশ্রুতি নেওয়ার পর প্রধান অতিথি সকলকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান।

এসময় নব-গঠিত কমিটির সকল দায়িত্বশীলগণসহ  উপজেলার বিভিন্ন মাদরাসা- মসজিদের ইমাম/খতিব উপস্থিত ছিলেন।

নির্বাচন বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম সাতক্ষীরার দেবহাটায় চাঁদপুরের মারকাজ মসজিদের ইমামকে লাঞ্ছিত করায় প্রতিবাদ সমাবেশ শিরোনাম ৫০০ টাকায় বিয়ে বাড়ীতে ভাড়া দেওয়া হলো প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ। শিরোনাম আখাউড়ায় ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে নিচে পড়ে তরুণের মৃত্যু, গুরুতর আহত ৩ শিরোনাম ভূরুঙ্গামারীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শিরোনাম নির্বাচন নিয়ে ফজলুর রহমানের হুঁশিয়ারি শিরোনাম নরসিংদীতে তুচ্ছ ঘটনায় ৪ জনকে কুপিয়ে জখম,একজনের গলা কেটে হত্যার চেষ্টা!!!