ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। এবার এ ঘটনায় হাদিকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভেরিফায়েড ফেসবুকের পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, ‘ভাই হাদি, আমরা আপনাকে রক্ষা করতে পারিনি। আপনি এই দেশের জন্য দাঁড়িয়েছিলেন, আর আমরা আপনাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছি। জুলাইয়ের জন্য, মর্যাদা ও ন্যায়ের জন্য আপনি নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিলেন।
তিনি লিখেছেন, কিন্তু আমরা জুলাইয়ের প্রজন্মকে এক করতে পারিনি। সেই তরুণরা যারা সাহসী ছিল, ক্ষুব্ধ ও আশাবাদীও ছিল। যারা একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র চেয়েছিল। আমরা তাদের ঐক্য ধরে রাখতে পারিনি। আমরা সময় নষ্ট করেছি, রাজনৈতিক ভুল করেছি। আর তার মূল্য দিতে হয়েছে জনগণকে।
এনসিপির এ নেতা আরও লিখেছেন, জুলাইয়ে আমাদের ভাই-বোনদের হত্যা করা হয়েছিল। তারা ক্ষমতা, দল বা পদ-পদবির জন্য প্রাণ দেননি। তাদের হত্যা করা হয়েছিল, কারণ তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং বিশ্বাস করেছিল—বাংলাদেশ ভিন্ন হতে পারে।
নাহিদ ইসলাম লিখেছেন, আমরা জুলাই থেকে সরে দাঁড়াব না। আমরা চাপে আছি, আমরা আহত, কিন্তু আমরা এখনও দাঁড়িয়ে আছি। এই সংগ্রাম আমরা চালিয়ে যাব—যাতে আপনার সন্তানসহ এ দেশের প্রতিটি শিশু মর্যাদার সঙ্গে বাঁচতে পারে।
পোস্টে তিনি লিখেছেন, আমরা আমাদের ব্যর্থতার দায় স্বীকার করছি। গত দেড় বছরে ইতিহাস আমাদের কাছ থেকে যা চেয়েছিল, আমরা তা করতে পারিনি—এ কথা আমরা মানছি। তবে পিছু হটা কোনো বিকল্প নয়।
এনসিপির আহ্বায়ক আরও লিখেছেন, আপনি যেমন বলেছেন, শত্রুদের প্রতিও আমরা ন্যায়বিচার চর্চা করব। কিন্তু ফ্যাসিবাদের জন্য কোনো ক্ষমা নেই। যারা এই দেশকে ধ্বংস করেছে, নির্যাতনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এবং হাজারো মানুষকে হত্যা করেছে, তাদের জন্য এক ইঞ্চি ক্ষমাও নেই।’
পরিশেষে তিনি লিখেছেন, আমাদের মাঝে ফিরে আসুন, ভাই। মানুষের কাছে, সেই আন্দোলনের কাছে ফিরে আসুন—যার পক্ষে আপনি দাঁড়িয়েছিলেন। আমরা অপেক্ষা করছি। আমরা জীবন হারাতে পারি, কিন্তু জুলাইকে কখনো ছেড়ে দেব না।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com