ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১১:১৭ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

ওসমান হাদির ওপর হামলার ঘটনায় রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

প্রকাশিত : ১১:১৭ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতারা। এ সময় তারা দাবি করেন, টার্গেট কিলিংয়ের অংশ হিসেবে ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। প্রয়োজনে বিদেশে চিকিৎসার দাবি জানিয়ে নেতারা বলেন, এমন হামলার ঘটনা আসন্ন নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার অন্তরায়।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত এ মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়।


মিছিল পূর্ব সমাবেশে দলটির নেতারা দাবি করেন, টার্গেট কিলিংয়ের অংশ হিসেবে এ হামলা। একদল মানুষ জুলাই অভ্যুত্থানকে গ্রহণ করতে পারছে না অভিযোগ করে নেতারা বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের অন্তরায় হবে জুলাই যোদ্ধাদের ওপর এমন হামলার ঘটনা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে সমালোচনা করেন বর্তমান সরকারের।
হেলাল বলেন, ‘বিগত ১৭ বছর যারা সরকারে থেকে দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছিল এই হামলার দায় তাদের। এবং একটি পক্ষ জুলাই অভ্যুত্থানকে মেনে নিতে পারছে না বলে অভ্যুত্থানকারীদের ওপর ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে।’

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com