বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “আওয়ামী লীগ ভারতে পালিয়ে গিয়েও দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। তারা লকডাউনের নামে দেশে আগুনসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে।”
তিনি আরও বলেন, “নির্বাচন কিংবা দেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করলে বাংলাদেশের মানুষ ও বিএনপি নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না। এই নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারের নির্বাচন।”
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার ১ নম্বর ব্রহ্মপুর ইউনিয়নের ধনকোড়া গ্রামে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
দুলু বলেন, “আমি ১৭ বছর আমার এলাকায় আসতে পারিনি। মায়ের জানাজায় অংশ নিতে পারিনি, ঈদের নামাজ পড়তে পারিনি। আওয়ামী লীগের অন্যায়-অত্যাচারের কারণেই এতদিন দূরে ছিলাম। আজ তারা ক্ষমতা হারিয়ে ভারতে পালিয়ে গিয়ে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। শেখ হাসিনা ও তাঁর সহযোগীরা বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে।”
তিনি অভিযোগ করে বলেন, “অতীতে আওয়ামী লীগ নিজেরাই বাসে আগুন দিয়ে বিএনপি নেতাদের নামে মামলা করেছে। খালেদা জিয়া কখনো সন্ত্রাসকে আশ্রয় বা প্রশ্রয় দেননি। অথচ তারাই টেলিভিশনে নাটক সাজিয়ে বিএনপির ওপর দোষ চাপিয়েছে। এখন তারাই আবার নতুন করে আগুনসন্ত্রাস চালিয়ে দেশের অস্থিরতা বাড়ানোর চেষ্টা করছে।”
দুলু আরও বলেন, “বাংলাদেশে আজ বিএনপি সহ সব গণতান্ত্রিক দল ঐক্যবদ্ধ। এই ঐক্যকে ভাঙতেই আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস ও বিভ্রান্তি সৃষ্টির পথ বেছে নিয়েছে। তারা চায় দেশটিকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে। কিন্তু দেশের মানুষ তা হতে দেবে না।”
তিনি জোর দিয়ে বলেন, “দেশের প্রয়োজন এখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা।”
সভায় সভাপতিত্ব করেন মো. নাজিম উদ্দিন শাহ।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com