নিজস্ব প্রতিনিধি
নাটোর সদর উপজেলার ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন–২০২৫ শেষে রবিবার (১৬ নভেম্বর) নবগঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছে। শহরের ভবানীগঞ্জ মোড়ে ইউনিয়নের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে নতুন নেতৃবৃন্দ দায়িত্বভার গ্রহণ করেন।
“দুনিয়ার মজদুর এক হও” এই স্লোগানে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে নেতারা শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং ইউনিয়নকে আরও শক্তিশালী ও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নির্বাচনে সভাপতি থেকে কার্যকরী সদস্য পর্যন্ত সকল পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. আবু তাহের, সাধারণ সম্পাদক পদে মো. আনিসুর রহমান। অন্যান্য পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেতৃবৃন্দ নির্বাচিত হন।
শপথ পাঠ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব কাজী ফরহাদুল হক প্রধান উপদেষ্টা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে নবনির্বাচিত নেতাদের শপথ গ্রহন করান। তিনি নবনির্বাচিত নেতাদের সততা, নিষ্ঠা এবং শ্রমিকদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন।
নবনির্বাচিত সভাপতি মো. আবু তাহের বলেন, “আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে, তাদের কর্মসংস্থান সুরক্ষিত রাখতে এবং শ্রমিক সংগঠনকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।” সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান যোগ করেন, “শ্রমিকদের অধিকার রক্ষায় আমাদের কাজ হবে অবিচল, যাতে প্রতিটি শ্রমিক নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে কাজ করতে পারে।”
প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব কাজী ফরহাদুল হক নবনির্বাচিত নেতাদের উদ্দেশ্যে বলেন, “শ্রমিকদের অধিকার রক্ষা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করা আমাদের সকলের মৌলিক কর্তব্য। নবনির্বাচিত নেতাদের প্রতি আমার অনুরোধ, সততা ও নিষ্ঠার সঙ্গে কর্মক্ষেত্রে কাজ করুন এবং শ্রমিকদের কল্যাণে সর্বদা অগ্রণী ভূমিকা রাখুন। স্বচ্ছতা ও প্রজ্ঞার সঙ্গে দায়িত্ব পালন নিশ্চিত করুন।”
শপথগ্রহণ অনুষ্ঠানে ইউনিয়নের নেতাকর্মী ও বিপুলসংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন হয়েছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com