মেয়েশিশুদের শিক্ষায় উৎসাহ ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে নাটোরে অনুষ্ঠিত হয়েছে “মেয়েশিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রম শিক্ষার্থী সংবর্ধনা” অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা শহরের কানাইখালী সাহারা রেস্টুরেন্টে রুম টু রিড বাংলাদেশ (নাটোর অফিস)-এর আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেন্ডার ইক্যুয়ালিটি পোর্টফোলিও-এর আওতাভুক্ত জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সংবর্ধনায় কৃতী ও অনুপ্রেরণাদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ, ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে রুম টু রিড নাটোরের ম্যানেজার মোঃ ইউসুফ আলী-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুস্তম আলী হেলালী, এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রুম টু রিডের প্রোগ্রাম অফিসার নাসিমা খাতুন।
প্রধান অতিথি জান্নাত আরা ফেরদৌস বলেন, “রুম টু রিডের এই উদ্যোগ মেয়েশিশুদের শিক্ষায় অগ্রগতির দৃষ্টান্ত স্থাপন করেছে। এখনও সমাজে নানা প্রতিবন্ধকতা থাকলেও মেয়েরা এখন অনেক সচেতন। সুযোগ পেলে তারাই দেশকে এগিয়ে নিতে পারে। আমরা চাই, কোনো মেয়েশিশু যেন দারিদ্র্য বা সামাজিক বাধার কারণে ঝরে না পড়ে। শিক্ষা নারী জাগরণের প্রধান হাতিয়ার।”
সংবর্ধনায় অংশ নেওয়া শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। এক শিক্ষার্থী বলেন, “বিবাহিত হয়েও আমি লেখা-পড়া চালিয়ে যাচ্ছি। অনেক সময় পরিবার ও সমাজের চাপে পড়তে হয়, কিন্তু রুম টু রিডের সহযোগিতায় এখন আমি আত্মবিশ্বাসী।”
আরেকজন বলেন, “আমাদের গ্রামের অনেক মেয়েই স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। আমি চাই সবাই যেন বুঝতে পারে — মেয়েরা চাইলে সব পারে।”
বক্তারা বলেন, মেয়েশিশুদের শিক্ষায় বিনিয়োগ মানে দেশের ভবিষ্যতে বিনিয়োগ। সমান সুযোগ ও সহায়তা পেলে মেয়েরা সমাজ ও জাতি গঠনে বড় ভূমিকা রাখতে পারে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com