ঢাকা, ১৮ জুলাই, ২০২৫
আসিফ ইকবাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, প্রতিনিধি: :
প্রকাশিত : ১১:০৪ এএম, ১৬ জুলাই ২০২৫
Digital Solutions Ltd

বাকৃবিতে 'জুলাই শহীদ দিবস' পালিত

প্রকাশিত : ১১:০৪ এএম, ১৬ জুলাই ২০২৫

আসিফ ইকবালের পাঠানো ছবি

আসিফ ইকবাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, প্রতিনিধি: :

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গভীর শ্রদ্ধা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস’। বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল শোকর‌্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও ভিডিওচিত্র প্রদর্শনী।

বুধবার সকাল ১০টায় প্রশাসন ভবন সংলগ্ন করিডোর থেকে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার নেতৃত্বে একটি শোকর‌্যালি বের হয়। কালো ব্যাজ ধারণ করে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশগ্রহণ করেন। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে এসে শেষ হয়।

এরপর মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক ও ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান প্রমুখ।

জুলাই-আগস্ট ২০২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ হওয়া রেদোয়ান হোসেন সাগর, মাওলানা সাদেকুর রহমান ও আছির এম.টি শারাল হকের পরিবারের সদস্যদের হাতে স্মারক সম্মাননা তুলে দেন উপাচার্য।

সভায় শহীদ পরিবারের সদস্যরা গণহত্যার দায়ীদের দ্রুত বিচার দাবি করেন এবং 'জুলাই সনদ' বাস্তবায়নের আহ্বান জানান।

উপাচার্য তার বক্তব্যে বলেন, “১৬ জুলাই আমাদের ইতিহাসে এক শোকাবহ ও অনুপ্রেরণাময় দিন। বাকৃবির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস।” তিনি জানান, তদন্ত কমিশনের প্রতিবেদন ও সিন্ডিকেট সুপারিশের আলোকে দোষীদের বিচার শিগগিরই দৃশ্যমান হবে।

উল্লেখ্য, ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত 'জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান' উপলক্ষে বাকৃবিতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সাহিত্য ও দর্শন বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম ফেসবুকে সুসম্পর্ক তৈরি করে নোয়াখালীর যুবককে লক্ষ্মীপুর ডেকে এনে অপহরণ শিরোনাম চীনের সাথে জোরালো আলোচনা চলছে, দ্রুত বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা: কুড়িগ্রামে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শিরোনাম নরসিংদী সিটি হাসপাতালে পেটে ১৮ ইঞ্চির কাপড় রেখেই সেলাই,সংকটাপন্ন প্রসূতি ! শিরোনাম গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ শিরোনাম বাসের হেল্পারের দ্বারা মারধরের স্বীকার ইবি ছাত্রী শিরোনাম সাঈদের কবর জিয়ারতের মাধ্য দিয়ে জুলাই শহীদ দিবসের কর্মসূচি শুরু