কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসনে গ্রাম-গঞ্জসহ সর্বত্র আওয়াজ উঠেছে “ত্যাগী নেতা রাব্বানী ভাই, এমপি পদে তারই চাই।” ধানের শীষ প্রতীকের প্রচারণা ও গণসংযোগে এ স্লোগানে মুখরিত হচ্ছে জনপদ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি ওয়ালীউল্লাহ রাব্বানী ধানের শীষ প্রতীকের প্রচারণা ও গণসংযোগে চষে বেড়াচ্ছেন গ্রাম-গঞ্জসহ সর্বত্র।
গত সোমবার (১০ নভেম্বর) কিশোরগঞ্জ সদর উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন বাজার ও এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। ইউনিয়নগুলো হলো বৌলাই, কর্শাকড়িয়াইল, দানাপাটুলি ও যশোদল।
বৌলাই ইউনিয়নের নাকভাঙ্গা বাইপাস মোড়, হবিবনগর, পুরান বাজার, শহীদ ইয়াকুবগঞ্জ বাজার, মাহতাব উদ্দিন চেয়ারম্যান বাজার, গাবতলী বাজার, বিলবরুল্লা মসজিদ মোড়, বিলবরুল্লা জালিয়া বাজার; কর্শাকড়িয়াইল ইউনিয়নের জালিয়া মোড়, জিগাতলা বাজার, বাদে কড়িয়াইল, কর্শাকাড়িয়াইল বাজার, শেওড়া বাজার ও উত্তর শেওড়া মোড়; দানাপাটুলি ইউনিয়নের পুরাতন মাঠের বাজার, গাগলাইল, মাথিয়া ও কালিয়ারকান্দা বাজার; যশোদল ইউনিয়নের পূর্ব বীর দামপাড়া বাজার, বীর দামপাড়া মোড়, যশোদল গোষাই বাজার, পাক্কারমাথা. ভূবিরচর, যশোদল গাবতলী বাজার ও সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের সামনের এলাকা।
এর আগে গত শনিবার (৮ নভেম্বর) সারাদিন দলীয় নেতা, কর্মী ও সমর্থক নিয়ে তিনি হোসেপুর উপজেলার বিভিন্ন বাজার ও এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। প্রথমে যান পুমদি এলাকায়। পুমদি ইউনিয়নের ডাবলি বাজার, রামপুর বাজার ও চর পুমদি বাজার, গোবিন্দপুর ইউনিয়নের কেশেরা চৌরাস্তা বাজার, গোবিন্দপুর চৌরাস্তা, গোবিন্দপুর বাজার, বাকচান্দা বাজার, হোসেনপুর পৌরসভা বাজার, দক্ষিণ মাধখলা বাজার, মাধখলা চৌরাস্তা বাজার ও আমান সরকার বাজার, আড়াইবাড়িয়া ইউনিয়নের জামাইল বাজার ও কাওনা বাজার, শাহেদল ইউনিয়নের ঠাডারকান্দা বাজার, কুড়িমারা বাজার, গলাচিপা বাজার ও আশুতিয়া নতুন বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন রাব্বানী ও নেতাকর্মীরা।
রাব্বানী সকল শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করেন। এ সময় সকলেই দলীয় মনোনয়ন লাভে রাব্বানীর জন্য দোয়া, আশীর্বাদ এবং তার সফলতা কামনা করেন।
গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) সারাদিন কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ও মাইজখাপন ইউনিয়নের বিভিন্ন বাজার ও এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালান রাব্বানী। মহিনন্দন ইউনিয়নের কলাপাড়া মোড় থেকে শুরু করে অক্টোর মোড়, ক্ষিরোদা বাজার, জালালপুর বাজার, গালিমগাজী বাজার, কাশুরারচর বাজার, গাছ বাজার, মাদ্রাসা মোড়, গাঙ্গাইল বাজার এবং মাইজখাপন ইউনিয়নের চেয়ারম্যানের বাজার, নীলগঞ্জ বাজার ও আমিরগঞ্জ বাজার এলাকায় প্রচারণা ও লিফলেট বিতরণ করেন তিনি।
বুধবার (৫ নভেম্বর) সদর উপজেলার রশিদাবাদ, লতিবাবাদ ও মাইজখাপন ইউনিয়নের বিভিন্ন বাজার ও এলাকায় গণসংযোগ করেন তিনি। রশিদাবাদ বিশ্বরোড (বেইলি ব্রিজ সংলগ্ন) এলাকা থেকে শুরু করে যান লতিবপুর বাজারে। পরে শিমুলিয়া মাদ্রাসা মোড়, উলুহাটি মধ্য বাজার হয়ে যান ঠাডাপড়া বাজার। সেখান থেকে লক্ষ্মীগঞ্জ বাজার, ইউএনডিপি মোড়, ভাটগাঁও মোড়, জাঙ্গালিয়ার মোড়, বড়ভাগ জয়নালের মোড় হয়ে যান সাদুল্লারচর বাজার। সেখান থেকে যান মাইজখাপন ইউনিয়নের সুন্দিরবন বাজার ও পাঁচধা বাজার। পরে যান কাটাবাড়িয়া বাজার, বড়পুল মোড়, সগড়া বিশ্বরোড, রশিদাবাদ ইউনিয়ন পরিষদ মোড়, মাটিয়ার মোড়, জামতলা মোড় হয়ে সরকারি গোরস্তান মোড়ে গিয়ে শেষ করেন দিনের কর্মসূচি।
সোমবার (৩ নভেম্বর) সদর উপজেলার চৌদ্দশত ও মারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
মারিয়া ইউনিয়নের আমলিতলা, স্বল্প মারিয়া, চর মারিয়া, মিতালী মার্কেট, এসডিও মার্কেট, বিসিক শিল্প নগরী, তালতলা বাজার ও নতুন জেলখানা মোড়; চৌদ্দশত ইউনিয়নের চৌদ্দশত বাজার, নান্দলা বাজার ও পুলেরঘাট বাজার এবং বিন্নাটি ইউনিয়নের কালটিয়া বাজার ও বিন্নাটি চৌরাস্তা বাজারে গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন তিনি।
একটি প্রাইভেটকার এবং শতাধিক মোটর সাইকেলের বহরে কর্মী সমর্থক নিয়ে গণসংযোগ করছেন রাব্বানী। সকলের হাতে হাতে পৌঁছে দিচ্ছেন ধানের শীষের শুভেচ্ছা ও পরিচিতিমূলক লিফলেট। যেখানেই যাচ্ছেন, সৃষ্টি হচ্ছে গণজোয়ার। স্থানীয় লোকজন তাকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ছেন। ত্যাগী এবং সততা ও আদর্শের পরীক্ষিত নেতা হিসেবে রাব্বানীকে অভিহিত করছেন সকলেই।
গ্রাম গঞ্জের প্রচারণা শেষে সন্ধ্যার পর কিশোরগঞ্জ শহরে রাব্বানীর পক্ষে প্রচার মিছিল হচ্ছে প্রতিদিনই। এ সময় “খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন,” “তারেক জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন,” “রাব্বানী ভাই ভালো লোক, মনোনয়ন তারই হোক,” “রাব্বানী ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন” “ত্যাগী নেতা রাব্বানী ভাই, মনোনয়ন তারই চাই” ইত্যাদি স্লোগানে মুখরিত হচ্ছে সর্বত্র।
নির্বাচনী প্রচারণার শুরুতে গত সোমবার (৩ নভেম্বর) বিএনপির প্রয়াত নেতাদের কবর জিয়ারত করেন ভিপি রাব্বানী। কিশোরগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সদর আসনের সাবেক সংসদ সদস্য, তৎকালীন স্বাস্থ্য, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ডাক্তার আবু আহমেদ ফজলুল করিম এবং দলের প্রতিষ্ঠাকালীন সহকর্মী মো. মাঈন উদ্দিন, মো. আব্দুল লতিফ, মো. আব্দুল মান্নান, মো. আব্দুল মোতালিব, মো. আসমত আলী, মো. আব্দুল করিমের কবর জিয়ারত করেন তিনি। তাদের আত্মার মাগফিরাত কামনায় কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআনের অংশবিশেষ পাঠ, দরূদ ও দোয়া করেন। এ সময় দলীয় নেতাকর্মীসহ প্রয়াত নেতাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া যেসব এলাকায় যাচ্ছেন, সেখানকার প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত করছেন রাব্বানী।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com