ফাইল ছবি
অন্তর্বর্তীকালীন সরকারকে কেন্দ্র করে নতুন নতুন তথ্য ও ধারণা দিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ছাড়া কোনো সংস্কার দেশের জন্য মঙ্গলজনক হতে পারে না।” গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে একটি নির্বাচিত সরকারের প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার রাজধানীর নীলক্ষেতে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন আমির খসরু।
তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের সব প্রস্তাবে একমত হতে হবে—এমন ধারণা বাকশালী চিন্তারই প্রতিফলন। এ ধরনের চিন্তা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি।
এদিকে, রাজধানীর এফডিসিতে 'ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ও জুলাই চেতনা' শীর্ষক এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, “দীর্ঘদিন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে দেশের গণতান্ত্রিক কাঠামো ভেঙে পড়ে।” তিনি একটি অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিএনপির আরেক শীর্ষ নেতা মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বলেন, “জনগণের মালিকানা ফিরিয়ে আনার একমাত্র পথ হলো একটি গ্রহণযোগ্য নির্বাচন।” তিনি অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজনের আহ্বান জানান।
নেতারা বলেন, জনগণের ক্ষমতা জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে, আর তা সম্ভব একটি নির্বাচিত সরকারের মাধ্যমেই।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com