ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২৫
মাসুম হোসেন অন্তু, (সিরাজগঞ্জ) :
প্রকাশিত : ০৪:৩৭ এএম, ১০ জুন ২০২৫
Digital Solutions Ltd

শাহজাদপুরে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেো দুর্বৃত্তরা 

প্রকাশিত : ০৪:৩৭ এএম, ১০ জুন ২০২৫

শাহজাদপুরে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেো দুর্বৃত্তরা 

মাসুম হোসেন অন্তু, (সিরাজগঞ্জ) :

 

প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুরের পর এলোপাতাড়িভাবে মারধর করে তিনজনকে আহত করে হাসপাতালে পাঠিয়েছে  দুর্বৃত্তরা। এ ঘটনায় শাহজাদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগীরা।

গতকাল রোববার (৮জুন) সন্ধ্যারাতে উপজেলার নরিনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাতিয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মৃত গোলাম মোস্তফার ছেলে নাহিদ, নাঈমুল হক ও তাঁদের মা নাজমা আক্তার। এরমধ্যে নাহিদ ইসলামকে উন্নত চিকিৎসার জন্য শাহজাদপুর থেকে সিরাজগঞ্জ সদর হেলথ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


প্রত্যক্ষদর্শী শাহজাদপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কমিশনার জাহিদুল ইসলাম জানান, ঈদের আগের দিন বাতিয়া গ্রামের নাইমুল ও তাঁর ভাই ফ্রিজ মেরামত করার জন্য ভ্যানযোগে বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে পান্নাথপুর একটি মিনি পিকআপ পারখোলা পলিটেকনিক ইন্সটিটিউটে পৌঁছালে ভ্যানকে সাইড দিতে না পেরে গাড়ীতে ধাক্কা লেগে ভ্যান চালক ও ফ্রিজসহ তিনজন পরে গুরুত্বর আহত হয়। এসময় প্রতিবাদে তর্কাতর্কির জেরে পিকআপে থাকা ছেলেগুলো নাইমুলকে ঈদের পরের দিন দেখে নিবে বলে হুমকি দিয়ে চলে যায় পিকআপে থাকা ছেলেরা। বিষয়টি ওই এলাকার বিএনপি নেতা অবগত করলে স্থানীয়ভাবে মিমাংসা চেষ্টা চালানো হয়। এর মধ্যে আজ রাতে এ ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটলো যা খুবই দুঃখজনক।

আহত নাহিদ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দুর্বৃত্তদের সন্ধান চলছে। নাম পরিচয় জানা হলে মামলা করবো। গতকাল রোববার বিকেলে এলাকায় একটি প্রীতি ফুটবল ম্যাচ শেষে সন্ধ্যা রাতে ৪০ থেকে ৫০ জন দেশীয় অস্ত্র নিয়ে নিজের বাড়ীসহ আশেপাশে ৮-১০টি বাড়ীতে ভাঙ্চুর ও হুমকি দিতে থাকে।


এ সময় নাঈমুল ও তাঁর বড় ভাই নাহিদ, নাঈমের মা, দাদি ও দাদাকে বেধড়ক আঘাত করে। এ অবস্থায় আশেপাশের লোকজন প্রতিবাদ করলে তাঁদের বাড়ীতেও ভাঙচুর করেন দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে দ্রুত চলে যায়  দুর্বৃত্তরা।

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী সবার কথা মাল্টিমিডিয়াকে  বলেন, কিছু দুস্কৃতিকারীরা এ ঘটনা ঘটিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করতে আসেনি।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com