ঢাকা, ১৪ মে, ২০২৫
তালহা বিন হাবিব, মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি  :
প্রকাশিত : ১০:৩১ এএম, ১৩ মে ২০২৫
Digital Solutions Ltd

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে "তারুণ্যের বৈশাখ -১৪৩২" অনুষ্ঠিত

প্রকাশিত : ১০:৩১ এএম, ১৩ মে ২০২৫

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে "তারুণ্যের বৈশাখ -১৪৩২" অনুষ্ঠিত

তালহা বিন হাবিব, মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি  :

বাংলা সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে জীবন্ত করে তুলতে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে আয়োজন করা হয়েছে ‘তারুণ্যের বৈশাখ ১৪৩২’। ১৩ মে (মঙ্গলবার) মিরপুরস্থ শহীদ মোয়াজ্জেম হলে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন কমোডর নিয়ামুল হাসান অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে চারপাশ হয়ে ওঠে উৎসবমুখর।

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলার গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরার জন্য সাজানো হয় নানান শিল্পকর্মে ঘেরা পরিবেশ। শিক্ষার্থীদের পরিবেশনায় ছিলো নাচ, গান ও নাটক যা পুরো পরিবেশকে মাতিয়ে তোলে।

অনুষ্ঠানে আরও ছিলো বাংলার ঐতিহ্যবাহী খেলা— হাঁড়িভাঙা, বিস্কুট দৌড়, মোরগ লড়াই ইত্যাদি। শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিলো পিঠাপুলি, কসমেটিকস, চিত্রাঙ্কন ও বইয়ের স্টলসহ নানা ধরণের প্রদর্শনী, যা দর্শনার্থীদের আকৃষ্ট করে।

এক শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলেন, ‘তারুণ্যের বৈশাখ শুধুমাত্র আনন্দের উপলক্ষ নয়, এটি আমাদের ইতিহাস ও সংস্কৃতিকে জানতে এবং অন্যদের সঙ্গে বন্ধন তৈরি করতে সহায়তা করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকুক।’

অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের সভাপতি তৌফিকুল ইসলাম আশিক বলেন, ‘এমন আয়োজন শুধু বিনোদন নয়, বরং বাঙালি সংস্কৃতি সম্পর্কে জানারও বড় একটি সুযোগ। অন্যান্য ক্লাবের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতেও আমরা এমন আয়োজন চালিয়ে যাব।’

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম প্রবাসীদের অভিযোগ শুনতে মালয়েশিয়া যাচ্ছেন ড. আসিফ নজরুল শিরোনাম আইভীকে গ্রেপ্তারে বাধা, হামলার ঘটনায় ২৫২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ শিরোনাম বাকৃবিতে ফের রেলপথ অবরোধ করেছে কৃষি অনুষদের শিক্ষার্থীরা শিরোনাম মোংলা বন্দরে আগমন বেড়েছে বাণিজ্যিক জাহাজের, গাড়ি আমদানিতে রেকর্ড শিরোনাম শার্শায় ৩০ মামলার আসামি আনোয়ার ওরফে আয়নাল আটক শিরোনাম বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে "তারুণ্যের বৈশাখ -১৪৩২" অনুষ্ঠিত