ঢাকা, ১৪ মে, ২০২৫
আল ইয়ামিন আবির,স্টাফ রিপোর্টার :
প্রকাশিত : ১১:৪১ এএম, ১৩ মে ২০২৫
Digital Solutions Ltd

আইভীকে গ্রেপ্তারে বাধা, হামলার ঘটনায় ২৫২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

প্রকাশিত : ১১:৪১ এএম, ১৩ মে ২০২৫

আইভীকে গ্রেপ্তারে বাধা, হামলার ঘটনায় ২৫২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

আল ইয়ামিন আবির,স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে। 

সোমবার (১২ মে) রাতে সদর মডেল থানার এসআই রিপন মৃধা বাদী হয়ে ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ২০০ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর রাতেই পুলিশ নগরের শহীদ নগর এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ৩ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার ১৭ নম্বর আসামী মো. হানিফ, তার ছেলে ২৯ নম্বর আসামী মো. জিসান, মামলার ২৪ নম্বর আসামী শওকত মিথুন। মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠালে ম্যাজিস্ট্রেট তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

গত বৃহস্পতিবার রাতে নগরের দেওভোগ এলাকার নিজ বাড়ি ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেপ্তারের সময় পুলিশ তার সমর্থকদের বাধার মুখে পড়ে। দীর্ঘ ৭ ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযানের পর গত শুক্রবার ভোরে পুলিশ আইভীকে গ্রেপ্তারে সক্ষম হয়। পরে আইভীকে নিয়ে আসার পথে পুলিশ হামলার শিকার হয়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। ঐ ঘটনার ৪দিন পর সোমবার মধ্যরাতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, সোমবার রাতে এ মামলা হয়েছে। মামলায় এজাহারনামীয় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশের একটি সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় ৫টি হত্যা এবং হত্যাচেষ্টা মামলা রয়েছে। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত মিনারুল ইসলাম হত্যা মামলায় গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে আইভীকে গ্রেপ্তার করতে গেলে তার সমর্থকদের বাধার মুখে পড়তে হয়।

পরে আইভীর বাড়িতে পুলিশ গত বৃহস্পতিবার রাত ১১টা থেকে পরদিন শুক্রবার ভোর ৬টা পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় ছিলেন।  

ঐ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক শ্লোগান দেয় ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে। আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় শহরের উকিলপাড়া মোড়ে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। ঐ সময় পুলিশের একাধিক সদস্য আহত হন।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম প্রবাসীদের অভিযোগ শুনতে মালয়েশিয়া যাচ্ছেন ড. আসিফ নজরুল শিরোনাম আইভীকে গ্রেপ্তারে বাধা, হামলার ঘটনায় ২৫২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ শিরোনাম বাকৃবিতে ফের রেলপথ অবরোধ করেছে কৃষি অনুষদের শিক্ষার্থীরা শিরোনাম মোংলা বন্দরে আগমন বেড়েছে বাণিজ্যিক জাহাজের, গাড়ি আমদানিতে রেকর্ড শিরোনাম শার্শায় ৩০ মামলার আসামি আনোয়ার ওরফে আয়নাল আটক শিরোনাম বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে "তারুণ্যের বৈশাখ -১৪৩২" অনুষ্ঠিত