কচাকাটায় নাশকতা বিরোধী অভিযানে গ্রেফতার- ২
কচাকাটায় নাশকতা বিরোধী অভিযান পরিচালনা করে পতিত ফ্যাসিষ্ঠ আওয়ামীলীগের দুই সদস্য মাসুদুল ইসলাম মাসুদ(৩২) ও মিজানুর রহমান (৪২) কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ মে) রাত ৩ ঘটিকায় কুড়িগ্রাম নাগেশ্বরীর প্রস্তাবিত কচাকাটা উপজেলায় কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুদুল ইসলাম মাসুদ কচাকাটা বল্লভেরখাস ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও মিজানুর রহমান মিজান একই ইউনিয়ন আওয়ামীলীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কচাকাটা থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম জানান- পতিত ফ্যাসিষ্ঠ আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদে থেকে বিগত দিনে থানায় অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করে বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার দায়ে এ দুই ফ্যাসিষ্ঠকে গ্রেফতার করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বলেন- গত ০৮ মে রাত থেকে আজ (০৯ মে) সকাল পর্যন্ত চলমান নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কচাকাটাসহ কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের মোট ০৪ জন ফ্যাসিস্টকে কুড়িগ্রাম জেলার বিভিন্ন মামলায় গ্রেফতার করে কুড়িগ্রাম জেলা পুলিশ। এই অভিযান নিয়মিত চলমান থাকবে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com