ভারতীয় ৫ যুদ্ধবিমানের পাইলটদের কী অবস্থা
কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার দুই সপ্তাহের মাথায় সামরিক সংঘাতে জড়িয়েছে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশ ভারত ও পাকিস্তান। গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের কয়েক জায়গায় হামলা চালায় ভারতীয় সামরিক বাহিনী। তবে এ হামলায় ব্যবহৃত পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে দাবি ইসলামাবাদের। আহত পাইলটদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর রয়টার্স
এদিকে ভারতের কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের হামলায় তিনটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের স্থানীয় প্রশাসনের চারটি সূত্র রয়টার্সকে জানান, তিনটি যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সেখানকার বিভিন্ন জায়গায় পড়েছে। এসব পাইলটকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভারত দাবি করেছে, অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের নয়টি স্থানে হামলা চালানো হয়েছে। এসব হামলায় ৭০ জন সন্ত্রাসী নিহত হয়েছে।
তবে পাকিস্তান জানিয়েছে, ভারতের হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তারা কোনো সন্ত্রাসী নয়।
এদিকে পাকিস্তানে হামলার পরই ভারত তাদের একাধিক বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। এয়ার ইন্ডিয়া, আকাশা এয়ার, ইন্ডিগো এবং স্পেশালজেট তাদের ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে কাতার এয়ারওয়েজ পাকিস্তানে তাদের ফ্লাইট অস্থায়ীভাবে বাতিল করেছে।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটিই সবচেয়ে বড় হামলা। পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত, এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। পাশাপাশি আরও বেশ কিছু পদক্ষেপ নেয় দেশটি। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান। স্থগিত করে দেওয়া হয় ভারতের সঙ্গে সবরকম বাণিজ্যও।
এরপর থেকে দুদেশের পাল্টাপাল্টি হুমকি-ধমকিতে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে পরিস্থিতি, যা রীতিমতো যুদ্ধের রূপ ধারণ করেছে এখন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com