ঢাকা, ১৩ মে, ২০২৫
নাটোর জেলা প্রতিনিধি। :
প্রকাশিত : ১০:২৫ এএম, ১৩ মে ২০২৫
Digital Solutions Ltd

বান্ধবীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস করে চাকরি খোয়ালেন সিডিএ 

প্রকাশিত : ১০:২৫ এএম, ১৩ মে ২০২৫

বান্ধবীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস করে চাকরি খোয়ালেন সিডিএ 

নাটোর জেলা প্রতিনিধি। :

নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলের (নবেসুমি) ইক্ষু উন্নয়ন সহকারী (সিডিএ) মো. শাফিউদ দৌলার বিরুদ্ধে বান্ধবীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস করার অভিযোগে  চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া টুটুল।


এর আগে গত শনিবার সাবেক প্রেমিকার অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের অভিযোগে পর্নোগ্রাফি  মামলায় শাফিউদ দৌলাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।এর পরে অভিযুক্ত  মো. শাফিউদ দৌলাকে নর্থ বেঙ্গল সুগার মিল কর্তৃক কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব যুক্তিযুক্ত না হলে বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে এবং সাময়িক ভাবে তাকে বরখাস্ত করা হয়েছে।


চিঠিতে বলা হয়েছে, ‘আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকায় অর্থাৎ আপনি ফৌজদারি অপরাধের দায়ে জেলহাজতে সোপর্দ থাকার কারণে ১০ মে তারিখ হতে আপনাকে এ মিলের চাকরি হতে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হলো।’


অভিযোগ সূত্রে জানা গেছে, নর্থ বেঙ্গল সুগার মিলে চাকুরির সুবাদে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে শাফিউদ দৌলার। ২০২২ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে উপজেলার গোপালপুরের ভাড়া বাড়ীতে নিয়ে গিয়ে কৌশলে মোবাইল ফোনে ওই নারীর বিভিন্ন অশ্লীল ছবি ও ভিডিও ধারন করে রাখে। বিষয়টি জানতে পেরে সেসময় বিষয়টি মিমাংসা করা হয়। পরে গত ৬ মে থেকে ৯ মে অজ্ঞাত মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপে সেসব ভিডিও দিয়ে টাকা দাবি করে। অন্যথায় ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে। টাকা না দেওয়ায় শুক্রবার সন্ধ্যার দিকে অশ্লীল ভিডিওগুলো ছড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী  বলেন, ‘২০২২ সালের ডিসেম্বরে আমার স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকাকালে কৌশলে তার ঘনিষ্ঠকালীন মুহূর্তের ভিডিও ধারণ করেন মো. শাফিউদ দৌলা। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবি করলে বিষয়টি নিয়ে সালিস মীমাংসা করা হয়। সম্প্রতি আবার একাধিক নম্বর থেকে চাঁদা দাবি করা হয়। পরে শুক্রবার সন্ধ্যায় ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে থানায় অভিযোগ দায়ের করা হয়।’

অপর দিকে মো. শাফিউদ দৌলার স্ত্রী বলেন, ‘২০২৩ সালে সালিসের কাছে সব ডকুমেন্টস অর্পণ করে বিষয়টি মীমাংসা করা হয়েছিল। এত দিন পরে হঠাৎ করে কারা আবার ভিডিও ছড়িয়েছে, আমরা কেউ জানি না। আমার স্বামী এর সঙ্গে জড়িত নয়।’

এ বিষয়ে মিলের তৎকালীন সিবিএ সভাপতি মো. গোলাম কাওসার বলেন,
উভয় পক্ষকে নিয়ে বসে ২০২৩ সালে এই বিষয়টা  মিমাংসা করা হয়েছে
সে সময় উভয়কে ধারণ করা ভিডিওগুলো ডিলিট (মুছে ফেলতে) করার কথা বলা হয়েছিল।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মমিনুজ্জামান বলেন, গোপন ভিডিও ফাঁস করায় পর্নোগ্রাফি আইনে শাফিউদ দৌলার বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে,গত শনিবার দুপুরে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আইটি বিশেষজ্ঞদের সহায়তায় বিষয়টি তদন্ত করা হচ্ছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম আইভীকে গ্রেপ্তারে বাধা, হামলার ঘটনায় ২৫২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ শিরোনাম বাকৃবিতে ফের রেলপথ অবরোধ করেছে কৃষি অনুষদের শিক্ষার্থীরা শিরোনাম মোংলা বন্দরে আগমন বেড়েছে বাণিজ্যিক জাহাজের, গাড়ি আমদানিতে রেকর্ড শিরোনাম শার্শায় ৩০ মামলার আসামি আনোয়ার ওরফে আয়নাল আটক শিরোনাম বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে "তারুণ্যের বৈশাখ -১৪৩২" অনুষ্ঠিত শিরোনাম বান্ধবীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস করে চাকরি খোয়ালেন সিডিএ