মিরপুরে চেম্বার জজের আদেশ অমান্য করে বাড়ি ভাংচুরের অভিযোগ
রাজধানীর মিরপুরের রূপনগর থানা এলাকায় একটি বাড়ির দখন নিতে মূল মালিকদের ভয়- ভীতি দেখিয়ে এলাকা ছাড়া করেছে স্থানীয় এক প্রভাবশালী চক্র। হাইকোর্টের দেয়া স্থিতিবস্থার আদেশ রহিত করার পর ওই বাড়িটি ভাংচুর করা হয় ও ওই বাড়ির মূল্যবান জিনিসপত্র নিলামের কথা বলে সেগুলো স্থানীয় প্রভাবশালী চক্রের সদস্যরা হাতিয়ে নিয়েছে। পরে চেম্বার জজ পুনরায় স্থিতিবস্থা জারি করলেও ওই বাড়ি ভাংচুর করে মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ রূপনগরের ১৩ নম্বর রোডের ২৬ নম্বর বাড়ির এলোটি মালিক এ গোলাম রাব্বানির মৃত্যুর পর জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অনুমোতি সাপেক্ষে আব্দুল মতিনের নামে বিগত ১৯৯৯ সালের ২৩ মে বরাদ্দ দেয়। সেখানে তিনি একটি দোতলা ভবন নির্মান করে স্বপরিবারে বসবাস করতে থাকেন। তার মৃত্যুর পর তার ছেলে ইয়াছিন বেগের নামে বাড়িটি দেয়া হয়। পরে অগ্রণী ব্যাংক মিরপুর শাখায় ওই বাড়ির সমুদয় টাকা জমা দেয়া হলে গত ২০২৩ সালের ১৩ নভেম্বর ওই বাড়িটি তার ছেলে মো. ইয়াছিন বেগকে আমমোক্তার করা হলেও তাকে বাড়ির অংশ বুঝিয়ে দিতে অপারগতা প্রকাশ করে গৃহায়ণ কর্তৃপক্ষ। এর সুরাহা পেতে ইয়াছিন বেগ হাইকোর্টে রিটপিটিশন করেন। তখন হাইকোর্ট ওই বাড়িতে স্থিতিবস্থা জারি করেন। এছাড়াও তিনি আরো ২ টি মামলা করেন। পরবর্তীতে মামলা চলাকালীন স্থানীয় প্রভাবশালী চক্রটি হাইকোর্ট থেকে ওই স্থিতিবস্থা রহিত করেন। পরে তারা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষকে ব্যবহার করে গত সোমবার ওই দোতলা বাড়ি থেকে তার পরিবারকে উচ্ছেদ করে বুলডোজার দিয়ে ভেঙ্গে মালামাল বিক্রি করে দেয়। পরে গত বুধবার চেম্বার জজ পুনরায় ওই বাড়িতে স্থিতিবস্থা জারি করেন। কিন্তু প্রভাবশালী চক্রটি চেম্বার জজের আদেশ অমান্য করে বাড়ির বিভিন্ন অংশ ভেঙ্গে নিয়ে যাচ্ছে বলে জানা যায়।
এ প্রসঙ্গে ভুক্তভোগী ইয়াছিন বেগ জানান, বাড়ির টাকা সম্পূর্ণ পরিশোধ করা সত্ত্বেও গৃহায়ণ কর্তৃপক্ষের কতিপয় কর্মকর্তাকে মোটা অংকের টাকা দিয়ে বাড়িটি ভাংচুর করে মালামাল লুট করেছে স্থানীয় আমিনুল ইসলাম নামের এক ব্যাক্তি। কোন বাড়ি নিয়ে মামলা চলাকালীন বাড়িটি কিভাবে ভাঙ্গা হয় তা বোধগম্য নয়। এ সময় তিনি বাড়ির ক্ষতিপূরণ ও ন্যায্য বিচার দাবি করেন।
অভিযুক্ত আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মন্তব্য জানা সম্ভব হয়নি।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com