ঢাকা, ১৩ মে, ২০২৫
ঢাকা কলেজ প্রতিনিধি  :
প্রকাশিত : ০১:০৮ পিএম, ১২ মে ২০২৫
Digital Solutions Ltd

রাজনৈতিক নেতার বাবার জানাজায় কলেজ বাস, দুর্ভোগে সাধারণ শিক্ষার্থীরা

প্রকাশিত : ০১:০৮ পিএম, ১২ মে ২০২৫

রাজনৈতিক নেতার বাবার জানাজায় কলেজ বাস, দুর্ভোগে সাধারণ শিক্ষার্থীরা

ঢাকা কলেজ প্রতিনিধি  :

রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহৃত হলো ঢাকা কলেজের নির্ধারিত রুটের বাস। ছাত্রদল নেতার বাবার জানাজায় কলেজ বাস পাঠানোর ঘটনায় ক্ষোভে ফুঁসছে সাধারণ শিক্ষার্থীরা। নিয়মিত ড্রপ সার্ভিস বন্ধ রেখে কলেজ প্রশাসনের এমন সিদ্ধান্তে তীব্র ভোগান্তিতে পড়েছে উত্তরা রুটের যাত্রীরা।

জানা গেছে, সোমবার সকাল ৯টা ১৫ মিনিটে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মিল্লাদ হোসেনের বাবা জাহিদুল ইসলাম। একই দিন দুপুরে ‘বিজয় ৭১’ নামের কলেজের একটি বাসে মিল্লাদের সহপাঠী ও ছাত্রদল নেতাকর্মীরা জানাজায় অংশ নিতে রওনা হন হবিগঞ্জের চারগাঁওবড়বাড়ির উদ্দেশে। এর ফলে বিকেল ২টা ৩০ মিনিটের নির্ধারিত ড্রপ অনিশ্চিত হয়ে পড়ে।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক বলেন, “কলেজ শেষে দেখলাম বাস নেই। শুনলাম ঢাকার বাইরে ট্যুরে গেছে। পকেটে টাকাও ছিল না, বন্ধুদের কাছে ধার করে বাসায় ফিরতে হয়েছে।”

এই ঘটনার পর ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় প্রতিবাদের ঝড়। শিক্ষার্থী হাসান জামিল লিখেছেন, “ছাত্রদলের নেতার বাবার জানাজায় বাস বরাদ্দ দেওয়া হলেও, সাধারণ শিক্ষার্থী আনসার উদ্দিন লামের জানাজায় কলেজ বাস চাওয়ায় মেলে না অনুমতি। শিক্ষা সফরের ক্ষেত্রেও একই অবস্থা। প্রশাসনের পক্ষপাতের উদাহরণ এটা।”

একই রকম অভিযোগ আনেন নাফিজ ফাহিয়াম নামের আরও এক শিক্ষার্থী। তিনি প্রশ্ন তোলেন, “রাজনৈতিক কাজে বাস বরাদ্দ হচ্ছে, আর আমরা শিক্ষা সফরের জন্যও পাই না। জ্বালানির খরচ কেবহন করছে?”

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ও সাউথ হল প্রভোস্ট আনোয়ার মাহমুদ। তিনি বলেন, “সাধারণ শিক্ষার্থীরাই বাস চেয়েছে। দলীয় কারণে নয়।”

তিনি আরও জানান, “বাস বাইরে রাত যাপন করেনি, বিকেলের মধ্যেই ফিরে এসেছে।”
ঢাকা কলেজ অধ্যক্ষ সুলতানা পারভীন হায়দার বলেন, “আজ বিকল্প বাস দেওয়া হয়েছে। আগামীকাল থেকে নিয়মিত ড্রপ চলবে।”

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হোসেন বলেন, “মিল্লাদ তো বর্তমান শিক্ষার্থী, মাস্টার্স করছে। সে একটি বৃহৎ ছাত্র সংগঠনের নেতৃত্বে আছে। শিক্ষার্থীদের প্রয়োজনেই বাস ব্যবহার হয়েছে।”

তবে শিক্ষার্থীরা বলছেন, রাজনৈতিক স্বার্থে শিক্ষার্থীসেবার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার শিরোনাম জি এম কাদেরকে গ্রেফতারের দাবি গণঅধিকার পরিষদের শিরোনাম রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা শিরোনাম রাজনৈতিক নেতার বাবার জানাজায় কলেজ বাস, দুর্ভোগে সাধারণ শিক্ষার্থীরা শিরোনাম ‘কাশ্মীরের ৯৩ শতাংশ মুসলিম ভারতের সঙ্গে থাকতে চায় না’ শিরোনাম বিচারের আগ পর্যন্ত আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা