মব সৃষ্টি করে 'চর দখলের' মতো কলেজ দখলের চেষ্টা চলছে
চর দখলের মতো করে রাজধানীর আবুজর গিফারী কলেজও দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন কলেজটির শিক্ষকরা। তাদের অভিযোগ, কলেজের অব্যাহতি পাওয়া অধ্যক্ষ বশীর আহম্মদ গংরা নানাভাবে কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎসবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরীকে অসহযোগিতা করছেন। এছাড়া তার নামে নানা ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন বশীর আহম্মদের অনুসারীরা।
আজ শনিবার দুপুরে রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। 'আবুজর গিফারী কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকবৃন্দ'র ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের প্রভাষক মো. ইয়ামিন রহমান। লিখিত বক্তব্যে কলেজের উন্নয়নে অধ্যাপক মামুন চৌধুরীর বিভিন্ন অবদান তুলে ধরে বলা হয়, অধ্যাপক মামুন চৌধুরীর নেতৃত্বে গত তিন মাসে কলেজের আয় ৪০ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে। তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কট্টর সমর্থক কিছু শিক্ষক শুরু থেকেই অসহযোগিতা করে আসছেন। এর মধ্যে অন্যতম ছিলেন দুই মাস আগে অব্যাহতি পাওয়া অধ্যক্ষ বশীর আহম্মদ। তার বিরুদ্ধে বিধিবর্হিভূত কর্মকাণ্ড, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, রাজনৈতিক লেজুড়বৃত্তি ও নামে-বেনামে বিভিন্ন বিল-ভাউচার দিয়ে কলেজের অর্থ আত্মসাতের অভিযোগ ছিল। এ বছর বিভিন্ন কলেজে নবীনবরণ হলেও আবুজর গিফারী কলেজে তা হতে দেননি অধ্যক্ষ বশীর ও তার কিছু সুবিধাভোগী শিক্ষক।
বশীর আহম্মদ কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি, হিতৈষী সদস্য এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও অর্থ সম্পাদক নির্বাচনে বিধির বাইরে প্রভাব খাটিয়েছিলেন। নিয়মবহির্ভূত নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ভোটার করে নিজের পছন্দের প্রার্থীকে জয়ী করতে সহযোগিতা করেছেন। বহিরাগতদের দিয়ে শিক্ষকদের ভয়ভীতি, হুমকি দেওয়ার নেপথ্যেও ছিলেন তিনি। এ সম্পর্কিত সিসি ক্যামেরার ফুটেজও তিনি মুছে ফেলেছেন ডিভাইস থেকে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com