ঢাকা, ১৩ মে, ২০২৫
মানিক মিয়া :
প্রকাশিত : ০৬:২১ এএম, ১১ মে ২০২৫
Digital Solutions Ltd

আওয়ামী লীগ কোনো কর্মকাণ্ড চালালেই সাথে সাথে ব্যবস্থা নিব: ঢাকা রেঞ্জের ডিআইজি

প্রকাশিত : ০৬:২১ এএম, ১১ মে ২০২৫

ছবি : সংগৃহীত

মানিক মিয়া :

গত ১০/০৫/২০২৫ তারিখ অন্তর্বতীকালীন সরকার আওয়ামী লীগের কর্মকান্ড নিষিদ্ধ করেছে। আজকের পর থেকে যদি জনগনের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করে তা শক্ত হাতে দমন করা হবে বললেন ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক ।

আজ রোববার দুপুরে সেগুনবাগিচায় ডিআইজি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মল্লিক এ হুঁশিয়ারি দেন ।তিনি আরো বলেন ‘যদি জনগনের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দু মাত্র চেষ্টা কেউ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । সেই সক্ষমতা ঢাকা রেঞ্জ পুলিশের  রয়েছে। আমার অধীনে এসপি-ওসিদের নির্দেশ দিচ্ছি, নিষিদ্ধঘোষিত কোনো সংগঠনের কর্মকাণ্ড আপনার এলাকায় চলবে না।

যারা নিষিদ্ধ কার্যকলাপের সঙ্গে জড়িত, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত তাদের সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
বাংলাদেশ পুলিশের প্রাচীন, অন্যতম বৃহত্তম ও গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা রেঞ্জ পুলিশ। ১৮২৯ সালে ঢাকা বিভাগ গঠিত হয়। ভৌগোলিকভাবে ঢাকা রেঞ্জ পুলিশ বাংলাদেশ পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট। কারণ, রংপুর বিভাগ ছাড়া অন্যান্য সব বিভাগের সঙ্গে ঢাকা বিভাগের সীমানা রয়েছে। রাজধানী ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলো দ্বারা পরিবেষ্টিত।’ 
ঢাকা রেঞ্জের অধীনে সকল থানা-ফাঁড়ি-সার্কেল এসপি অফিস হবে জনগণের। জনগণের সেবা করার জন্যই আমরা দায়িত্ব পালন করি। আমার রেঞ্জের অধীন সকল থানা হবে জনগণের। যে কোনো বিপদে First Responder হিসেবে থানাকে জনগণের সেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। আমি যত দিন ঢাকা রেঞ্জ ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করব—ন্যায়নীতি, পেশাদারিত্ব ও সততার মধ্য দিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করব।

মল্লিক বলেন, ‘যারা ভুক্তভোগী ও অসহায়, তাদের কথা আমি সরাসরি শুনতে চাই। তাদের কী রকম আইনগত সহায়তা দেওয়া যায়, সেটি নিজে দায়িত্ব নিয়ে দেখব। থানাকে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। নতুন স্বাধীন বাংলাদেশে ঢাকা রেঞ্জের প্রত্যেকটি থানা হবে ভুক্তভোগীদের প্রথম ভরসাস্থল।’

তিনি আরও বলেন, ‘ঢাকা রেঞ্জ ডিআইজি হিসেবে আমি আমার অফিসে সাধারণ মানুষের কথা শুনতে চাই। অপরাধীর বিরুদ্ধে বা আমার অধীনস্থ পুলিশের বিরুদ্ধে যেকোনো অভিযোগ সরাসরি আমাকে জানাতে পারেন। আমার অফিসে নির্ধারিত সময়ে ঢাকা রেঞ্জের আওতাধীন ১৩টি জেলার ৯৮টি থানার মানুষ আমার কাছে আসতে পারবে। রেঞ্জের সংশ্লিষ্ট অফিসে যদি কাঙ্ক্ষিত সেবা না পায়, তাহলে আমি নিজেই তাদের কথা শুনে সমস্যা সমাধান করার চেষ্টা করব। 

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার শিরোনাম জি এম কাদেরকে গ্রেফতারের দাবি গণঅধিকার পরিষদের শিরোনাম রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা শিরোনাম রাজনৈতিক নেতার বাবার জানাজায় কলেজ বাস, দুর্ভোগে সাধারণ শিক্ষার্থীরা শিরোনাম ‘কাশ্মীরের ৯৩ শতাংশ মুসলিম ভারতের সঙ্গে থাকতে চায় না’ শিরোনাম বিচারের আগ পর্যন্ত আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা