কলারোয়ায় মায়ের হাতে দেড় বছরের শিশু কন্যা খুন
সাতক্ষীরার কলারোয়ায় নিজের দেড় বছরের শিশু কন্যাকে জবাই করে হত্যা করেছে গর্ভধারিনী মা।
শুক্রবার আনুমানিক বেলা বারোটার দিকে কলারোয়া উপজেলার বাটরা গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং ঘাতক তানিয়া ওরফে আসমা কে ঘটনাস্থল থেকে আটক করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি পুলিশ উদ্ধার করেছে।
সন্তান হত্যাকারী তানিয়া ওরফে আসমা(২৪) কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী।
খাদিজার চাচা কামরুল জানান, খাদিজার নানি জানালা দিয়ে দেখতে পান তার মেয়ে তানিয়া নিজ ঘরের ভীতরে বটি দিয়ে কিছু কাটছে তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলে বলে শয়তান মারছি। কাছে গিয়ে দেখতে পান তার দেড় বছরের শিশু কন্যা খাদিজার গলার চারপাশে বটি দিয়ে এলোপাথাড়ীভাবে কাটছে।
এলাকাবাসীরা জানান তানিয়া কিছুটা মানষিক ভারসাম্যহীন। তার স্বামী তৌহিদুল ও মানসিক ভারসাম্যহীন।
এই দম্পতির দুই সন্তানের মধ্যে খাদিজা ছোট। বড় ছেলে তানভীর এর বয়স আড়াই বছর।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মর্মান্তিক এ ঘটনার খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং অভিযুক্তকে আটক করি। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ শাহিনুর চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কলারোয়া থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com