ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫
বাকৃবি প্রতিনিধি: :
প্রকাশিত : ১০:১২ এএম, ২৪ এপ্রিল ২০২৫
Digital Solutions Ltd

শিক্ষা ও গবেষণায় একত্রে কাজ করবে বাকৃবি ও কাসেটসার্ট বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ১০:১২ এএম, ২৪ এপ্রিল ২০২৫

শিক্ষা ও গবেষণায় একত্রে কাজ করবে বাকৃবি ও কাসেটসার্ট বিশ্ববিদ্যালয়

বাকৃবি প্রতিনিধি: :

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এবং থাইল্যান্ডের কাসেটসার্ট বিশ্ববিদ্যালয় (কেইউ) এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও গভীর হবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেন বাকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। তিনি জানান, ২৪ এপ্রিল থেকে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে এবং এটি আগামী পাঁচ বছর পর্যন্ত বলবৎ থাকবে। তবে, উভয় প্রতিষ্ঠানের সম্মতিক্রমে ভবিষ্যতে এই চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে।

আগামী বছর থেকেই বাকৃবির অন্তত পাঁচজন শিক্ষার্থী কাসেটসার্ট বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের সুযোগ পাবে বলে অধ্যাপক উল্লেখ করেন।

বাকৃবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। কাসেটসার্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত সভাপতি ড. দামরং শ্রীপরাম এবং ভেটেরিনারি অনুষদের ডিন সহকারী অধ্যাপক ড. খোংসাক থিয়াংতুম।

চুক্তিটিতে উভয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ স্বাক্ষর করেন। এই সমঝোতার আওতায় শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা প্রকল্প, ধারাবাহিক শিক্ষাবিষয়ক কার্যক্রম এবং দ্বিপাক্ষিক একাডেমিক ফোরাম ও সেমিনারে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে। চুক্তিপত্রে উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে নির্দিষ্ট প্রকল্প বা যৌথ উদ্যোগসমূহ পৃথক আইনি চুক্তির মাধ্যমে বাস্তবায়িত হবে যেখানে গোপনীয়তা, মেধাস্বত্ব, বিরোধ নিষ্পত্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আইনি বিষয়ে সুনির্দিষ্ট বিধান থাকবে।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম কলারোয়ায় মায়ের হাতে দেড় বছরের শিশু কন্যা খুন  শিরোনাম কুরআন বিরোধী কোনো অপশক্তির ঠাঁই বাংলাদেশে হবে না: মামুনুল হক শিরোনাম নির্বাচন-সংস্কার নয়, সবার আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার হতে হবে : সারজিস শিরোনাম যে কোনো সময় হামলা করতে পারে ভারত শিরোনাম স্ত্রীকে হত্যা করে লাশ ফেললেন সেপটিক ট্যাংকে, এরপর গেলেন ইমামতি করতে শিরোনাম ‘রাজপথে প্রথম আমি বুক পেতে দাঁড়াই, পরবর্তীতে ১৬ জুলাই আবু সাঈদ ভাই শহীদ হন’