ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫
আল ইয়ামিন আবির,স্টাফ রিপোর্টার :
প্রকাশিত : ০২:৪০ পিএম, ২৪ এপ্রিল ২০২৫
Digital Solutions Ltd

যুদ্ধ হলে ভারতকে সমর্থন করবে ইসরায়েল

প্রকাশিত : ০২:৪০ পিএম, ২৪ এপ্রিল ২০২৫

যুদ্ধ হলে ভারতকে সমর্থন করবে ইসরায়েল

আল ইয়ামিন আবির,স্টাফ রিপোর্টার :

পেহেলগামের প্রাণঘাতী সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে কোনো যুদ্ধ হলে ইসরায়েল ভারতের পাশে থাকবে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওরেন মারমোরস্টেইনকে প্রশ্ন করেন ভারত প্রতিশোধ হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করলে ইসরায়েল ভারতের পাশে থাকবে কিনা।

 

প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা ভারতের পাশে আছি। এটি আমাদের নৈতিক অবস্থান। বন্ধু এভাবেই বন্ধুর পাশে থাকে।’ 

পেহেলগামের সন্ত্রাসী হামলার কয়েক ঘণ্টা পরই ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতি দেয়।

পেহেলগাম হামলা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসরায়েলের সংগ্রামের তুলনা করেছে ইসরায়েল।

ওরেন মারমোরস্টেইন বলেন, ‘আমরা মনে করি যে, ইসরায়েলের মাটিতে যে হামলা ঘটেছিল তার সঙ্গে এই হামলার অনেকটা মিল রয়েছে। পরিস্থিতি হয়তো ভিন্ন, কিন্তু হত্যাযজ্ঞ একই। ভারতের মতো, আমরাও সন্ত্রাসবাদের শিকার। নির্দোষ অসামরিক নাগরিকদের উপর জিহাদি উগ্রবাদী মানসিকতার সন্ত্রাসী আক্রমণ কেমন তা আমরা গভীরভাবে বুঝি।’

ইসরায়েল ভারতের প্রতি সংহতি প্রকাশ করে তিনি আরও বলেন, ভারত আমাদের বন্ধু। এই সম্পর্কটি গুরুত্বপূর্ণ। আমরা জানি যখন উগ্র সন্ত্রাসীরা আপনার মানুষকে লক্ষ্য করে, তখন কী অনুভব হয়। ইসরায়েল ভারতের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৫ জন ভারতীয় পর্যটক ও ১ জন নেপালি নাগরিক নিহত হন। ভারত অভিযোগ করছে পাকিস্তান কাশ্মিরের সন্ত্রাসী গোষ্ঠীকে মদদ দিচ্ছে। অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখান করেছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম কলারোয়ায় মায়ের হাতে দেড় বছরের শিশু কন্যা খুন  শিরোনাম কুরআন বিরোধী কোনো অপশক্তির ঠাঁই বাংলাদেশে হবে না: মামুনুল হক শিরোনাম নির্বাচন-সংস্কার নয়, সবার আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার হতে হবে : সারজিস শিরোনাম যে কোনো সময় হামলা করতে পারে ভারত শিরোনাম স্ত্রীকে হত্যা করে লাশ ফেললেন সেপটিক ট্যাংকে, এরপর গেলেন ইমামতি করতে শিরোনাম ‘রাজপথে প্রথম আমি বুক পেতে দাঁড়াই, পরবর্তীতে ১৬ জুলাই আবু সাঈদ ভাই শহীদ হন’