ছবি : সংগৃহীত
প্রবল বাতাসের কারণে ভয়াভয়ে দাবানলে পুড়ছে ইসরায়েলের মধ্য ও পশ্চিম অঞ্চলের শহর ।এইরি মধ্যে অধিকাংশ বাসিন্ধাকে নিরাপদে সরিয়ে নাওয়া হয়েছে। মধ্য ইসরায়েলের মোশাভ তারুম এলাকার কাছে প্রথম আগুনের সূত্রপাত হয়।তারপরেই তীব্র তাপমাত্রা ও শক্তিশালী বাতাসের প্রভাব আগুনে দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলে। এই দাবানলে বিপুল পরিমাণ সংরক্ষিত বনাঞ্চল পুড়ে গেছে। কয়েক কোটি টাকা খরচ করে চালু করা বন সংরক্ষণ প্রকল্পের পুরোটাই ভেস্তে গেছে । ইসরায়েলি সংবাদমাধ্যমে জেরুসালেম পোষ্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মধ্যাঞ্চলে শেফেলাহ অঞ্চলে ভয়াবহ দাবানলে আইনোত-গিবটন নেচার রিজার্ভ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। দীর্ঘ এক দশক ধরে পরিবেশগত পুনরুদ্ধার প্রকল্পের পর মাত্র দুই বছর আগে এটি পুনরায় খুলে দেওয়া হয়েছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ২১৫ ডুনাম বা ৫৩ একরের বেশি প্রাকৃতিক বন পুড়ে গেছে। এতে বহু বছরের পুনরুদ্ধার প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে। সংরক্ষিত এলাকা থেকে আগুন দ্রুত কাছাকাছি পেটাচ্যা, পেদায়া এবং ইয়াতজিৎজ মোশাভিমের কৃষি এলাকাগুলোতে ছড়িয়ে পড়ে। এর ফলে হাইওয়ে-৬ সাময়িকভাবে বন্ধ করে দিতে হয় এবং বড় ধরনের জরুরি পরিস্থিতি তৈরি হয়।
দক্ষিণের উপকূলীয় সমভূমিতে অবস্থিত আইনোত-গিবটন অঞ্চলটি বিরল জলাভূমি এবং জীববৈচিত্র্যের জন্য পরিচিত ছিল। এটিকে এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবেশগত স্থান হিসেবে গণ্য করা হতো।
এই এলাকা পুনরুদ্ধারের জন্য স্থানীয় গেজের আঞ্চলিক পরিষদ, ইসরায়েল নেচার অ্যান্ড পার্কস অথোরিটি এবং ইসরায়েল ল্যান্ড অথোরিটির ওপেন স্পেস প্রিজারভেশন ফান্ড প্রায় ৩ মিলিয়ন ইসরায়েলি শেকেল ব্যয় করেছিল।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com