ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫
আল ইয়ামিন আবির,স্টাফ রিপোর্টার :
প্রকাশিত : ০৩:৫৬ এএম, ১৯ এপ্রিল ২০২৫
Digital Solutions Ltd

পাকিস্তান ক্ষমা চাইছে, চীন অস্ত্র দিচ্ছে কূটনৈতিক মঞ্চে খেলা দেখাচ্ছে ঢাকা

প্রকাশিত : ০৩:৫৬ এএম, ১৯ এপ্রিল ২০২৫

পাকিস্তান ক্ষমা চাইছে, চীন অস্ত্র দিচ্ছে কূটনৈতিক মঞ্চে খেলা দেখাচ্ছে ঢাকাগত দেড় দশকের ভারত-ঘনিষ্ঠ অবস্থান থেকে সরে এসে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটি স্বাধীন ও কৌশলগত শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরক

আল ইয়ামিন আবির,স্টাফ রিপোর্টার :

গত দেড় দশকের ভারত-ঘনিষ্ঠ অবস্থান থেকে সরে এসে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটি স্বাধীন ও কৌশলগত শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ঢাকার বহুমুখী পররাষ্ট্রনীতি নয়া দিল্লি থেকে ইসলামাবাদ, বেইজিং থেকে ওয়াশিংটন পর্যন্ত আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে নতুন সমীকরণ তৈরি করছে।  

ভারতের "বিশ্বস্ত প্রতিবেশী" তত্ত্ব এখন ঢাকায় তেমন গুরুত্ব পাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে, তবে ১৯৭১-এর যুদ্ধাপরাধ ও গণহত্যার জন্য ক্ষমা ও ক্ষতিপূরণ দাবি করে রেখেছে। এছাড়া, সীমান্ত বিরোধ, এনআরসি, সিএএ এবং তিস্তা চুক্তি ইস্যুতে বাংলাদেশে ভারতবিরোধী জনমত তীব্র হচ্ছে।  

বাংলাদেশের ৭০% সামরিক সরঞ্জাম এখন চীন থেকে আসে, যার মধ্যে রয়েছে রাডার সিস্টেম, মিসাইল এবং যুদ্ধজাহাজ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (SIPRI) তথ্য অনুযায়ী, বাংলাদেশ-চীন সামরিক সহযোগিতা ভারতের জন্য কৌশলগত উদ্বেগ তৈরি করেছে। চীনের পাশাপাশি রাশিয়া ও সৌদি আরবের সঙ্গেও ঢাকার সম্পর্ক গভীর হচ্ছে।  

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ইন্ডিয়ান ওশেন সিকিউরিটি পার্টনার হিসেবে দেখতে চায়। সৌদি আরবের অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা এবং রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা ভারতের একচেটিয়া আধিপত্যকে চ্যালেঞ্জ করছে।  

১৯৭১-এর অমীমাংসিত ইস্যু নিয়ে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরু করেছে বাংলাদেশ। ক্ষমা ও ক্ষতিপূরণের শর্তে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহ দেখাচ্ছে ঢাকা, যা ভারতের জন্য বড় ধরনের কূটনৈতিক চাপ তৈরি করতে পারে।  

অর্থনৈতিকভাবে ছোট হলেও কৌশলগতভাবে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়া, চীন, মধ্য এশিয়া এবং পশ্চিমা জোটগুলোর মধ্যে সংযোগস্থল হিসেবে আবির্ভূত হচ্ছে। বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ায় ভারতের একচেটিয়া প্রভাব কমতে শুরু করেছে, কিন্তু এই পরিবর্তনের সুফল পেতে বাংলাদেশকে সতর্ক ও কৌশলী হতে হবে।  

বাংলাদেশের এই নতুন ভূরাজনৈতিক অবস্থান দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। তবে, চীন-মার্কিন দ্বন্দ্ব, ভারত-পাকিস্তান বৈরিতা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়গুলো ঢাকাকে সাবধানে পরিচালনা করতে হবে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম 'মিথ্যা' মামলায় গ্রেফতার গণমাধ্যমকর্মী নাহিমুর রহমান সাকিলের বাবার মুক্তির দাবি শিরোনাম এমন শাসক আর শাসনই আমাদের স্বপ্ন ছিল! শিরোনাম কাউনিয়ায় দিনব্যাপী   ফ্রি মেডিক্যাল  ক্যাম্পে  বিনামূল্য চিকিৎসা সেবা  প্রদান  শিরোনাম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ির সামনে যুবদল নেতাকে পিটিয়ে হত্যা  শিরোনাম আওয়ামী লীগের মিছিল কন্ট্রোল করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা শিরোনাম পররাষ্ট্রনীতিতে পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ : ভারতীয় বিশেষজ্ঞ