কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় জিপিএ পদ্ধতি সংস্কারের দাবিতে বাকৃবি উপাচার্যের কাছে স্মারকলিপি
২০২৪-২৫ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জিপিএ পদ্ধতি সংস্কারের দাবি জানিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন শিক্ষার্থীরা।
রবিবার (৯ মার্চ) দুপুর দেড়টায় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার কাছে তারা এ সংক্রান্ত স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপির বরাতে জানা যায়, 'করোনা পরবর্তী ভিন্ন ভিন্ন ব্যাচের পরীক্ষা ও নম্বর নির্ধারণ পদ্ধতির কারণে গড় জিপিএর পার্থক্য তৈরি হয়েছে, যা ২০২৪ ব্যাচকে বাড়তি সুবিধা দিচ্ছে। এছাড়াও বোর্ডভিত্তিক প্রশ্নের মানের তারতম্য ও চতুর্থ বিষয় গণনার অসঙ্গতিও বৈষম্য সৃষ্টি করছে। মেধাতালিকা কেবল পরীক্ষার নম্বরের ভিত্তিতে করা উচিত, আর জিপিএ নম্বর দিলে তা ১০-২০ নম্বরের মধ্যে সীমিত রাখা প্রয়োজন। উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করে শিক্ষার্থীরা সুষ্ঠু ও ন্যায্য ভর্তি প্রক্রিয়া চালুর আহ্বান জানান।'
এসময় ময়মনসিংহের নটর ডেম কলেজের শিক্ষার্থী কাওসার জানান, 'একই ভর্তি পরীক্ষায় কেউ ৬৮ নম্বর পেয়ে সুযোগ পাচ্ছে, অথচ কেউ ৭২ নম্বর পেয়েও বঞ্চিত হচ্ছে। তার অন্যতম কারণ জিপিএ গ্রেড সিস্টেমের পরিবর্তে নাম্বার সিস্টেমের ব্যবহার। আমরা ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা চাই, কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা গ্রেড সিস্টেম অনুসরণ করেই মূল্যায়িত হোক।'
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com