ঢাকা, ৩১ জুলাই, ২০২৫
জুলহাস আহমেদ, বরগুনা: :
প্রকাশিত : ০৩:১৮ এএম, ২৬ জুলাই ২০২৫
Digital Solutions Ltd

খাতায় থাকলেও স্কুলে নেই শিক্ষক /ছাত্র/ছাত্রী : ক্লাস টাইমেই স্কুলে প্রাইভেট পড়ায় শিক্ষক

প্রকাশিত : ০৩:১৮ এএম, ২৬ জুলাই ২০২৫

জুলহাস আহমেদের পাঠানো ছবি

জুলহাস আহমেদ, বরগুনা: :

নির্ধারিত সময়ের আগেই ফাঁকা পড়ে থাকে ক্লাস রুম। ছাত্র/ছাত্রীদের পাঠ দানের জন্য শিক্ষক চারজন থাকলেও স্কুলে পাওয়া যায় একজন। তিনি আবার স্কুলে বসেই বাচ্চাদেরকে প্রাইভেট পড়ান। 

বরগুনা সদর উপজেলার আয়লা পতাকাটা ইউনিয়নের "পশ্চিম জাঙ্গালিয়া খন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়"যেখানে শিক্ষক হাজিরা খাতায় সাক্ষর করে চলে যাওয়া সহ শিক্ষকদের বিরুদ্ধে স্থানীয়দের নানান অভিযোগের ভিত্তিতে প্রতিবেদক সরেজমিনে যায়।

মঙ্গলবার (২২ জুলাইল) দুপুর ২.২০ মিনিটে স্কুলে গিয়ে কোন ছাত্র/ছাত্রী ও শিক্ষক পাওয়া যায়না। সংবাদ কর্মীদের উপস্থিতি টের পেয়ে কিছুক্ষণ পরে সাথে বাচ্চাদের নিয়ে একজন সহকারী শিক্ষক আসে। বাচ্চাদের কাছ থেকে জানাজায়,তারা প্রথম ও দ্বিতীয় শ্রেনীর ছাত্র/ছাত্রী তারা সহকারী শিক্ষক আমেনা বেগমের কাছে মাসে ৫০০ টাকা দিয়ে প্রাইভেট পরে। ছাত্র-ছাত্রী হাজিরা খাতায় তৃতীয় শ্রেণীতে ০৯, চতুর্থ শ্রেণীতে ০৫ ও পঞ্চম শ্রেণীতে ০৮ জন উপস্থিত থাকলেও স্কুলে একজনকেও পাওয়া যায়নি।

সহকারী শিক্ষক আমেনা বেগমের সাথে কথা বলে জানাজায়, অত্র স্কুলে মোট ৪ জন শিক্ষক থাকলেও একজন কেন প্রশ্ন করায় তিনি বলেন, প্রধান শিক্ষক অফিসের কাজে শিক্ষা কর্মকর্তার কার্যালয় আছে,আর সহকারী শিক্ষক আয়সা বাড়িতে চলে গেছে, আরেক শিক্ষক অসুস্থ থাকায় নিয়মিত আসতে পারে না। 

তিনি অকপটে স্বীকার করে বলেন, নিজের বাড়ির স্কুল বলে প্রতিনিয়ত তাকেই থাকতে হয় বাকিরা সবাই যে যার মত করে চলে যায়।

স্কুলে ছাত্র/ছাত্রীর প্রসঙ্গে বলেন, গ্রামের ছাত্র-ছাত্রী কম থাকায় তাদের কিছু করণীয় নেই।


এবিষয়ে প্রধান শিক্ষক রাবেয়া হেলেন বলেন,আমি অফিসের কাজে এসেছি সহকারী শিক্ষকদের তো স্কুলে থাকার কথা।


এবিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) শওকত হিরন বলেন, আমি নতুন দায়িত্ব নিয়েছি, এমন হওয়ার কথা নয়। আপনার কাছে যে তথ্য আছে আমাকে পাঠান,আমি খোজ নিয়ে দেখছি।


এবিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা (টি ও) লায়লা জেরিন বলল,অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


এবিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা আবু জাফর মোঃ ছালেহ বলেন,এরকম হওয়ার কথা না।আমি বিষয়টি দেখছি।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম জিএম কাদেরের উপর নিষেধাজ্ঞা, অব্যাহতপ্রাপ্ত নেতারা স্বপদে বহাল শিরোনাম কলাপাড়ায় পারিবারিক কলহে অভিমান করে স্বামীর আত্মহত্যা শিরোনাম দ্রুত স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আজকে ধর্মঘটের ডাক দিলেন  রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা  শিরোনাম কাউনিয়ার জমি নিয়ে বিরোধ হাসপাতালে ছাত্রদল নেতার মৃত্যু শিরোনাম ‘বাংলাদেশের অবস্থা ভারতের চেয়ে ভালো, তারা কেন ভারতে আসবে?’ শিরোনাম ‘বিশেষ কারাগারে’ ৫৯ ভিআইপি আসামি