ঢাকা, ৩১ জুলাই, ২০২৫
মিনহাজুর রহমান মেহেদী, বেরোবি প্রতিনিধি  :
প্রকাশিত : ০৬:৫০ এএম, ২৯ জুলাই ২০২৫
Digital Solutions Ltd

লাশ লাগলে লাশ নে,রংপুরে বাজেট দে" স্লোগানে বেরোবি শিক্ষার্থীদের উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি

প্রকাশিত : ০৬:৫০ এএম, ২৯ জুলাই ২০২৫

মিনহাজুর রহমান মেহেদীর পাঠানো ছবি

মিনহাজুর রহমান মেহেদী, বেরোবি প্রতিনিধি  :

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এবং উত্তরবঙ্গের প্রতি অনন্তকালের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে মডার্ন মোড় ব্লকেড করেছে শিক্ষার্থীরা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে উত্তরবঙ্গ ব্লকেড ও উত্তরবঙ্গ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন এবং পরে বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা মডার্ন মোড় ব্লকেড কার্যক্রমে অংশ নেন।

এসময় শিক্ষার্থীদের লাশ লাগলে লাশ নে, রংপুরে বাজেট দে, জীবন লাগলে জীবন নে, রংপুরে বাজেট দে, ইন্টারিমে দালালেরা হুশিয়ার সাবধান, মুলা না বোতল, বোতল  ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। 

এ সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শাহরিয়ার সোহাগ বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নাম মাত্র কয়েকটি অনুষদ  নিয়ে চলে এখানে অডিটোরিয়াম নেই এবং টিএসসি নেই, আমরা মানসম্মত শিক্ষা চাই। আমরা একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই । উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের জন্য আমরা একটি স্বতন্ত্র কমিশন চাই।


আরেক শিক্ষার্থী বলেন, রিয়া মুর্মু  আমরা এতদিন যে বৈষম্য দেখেছি অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখতে চেয়েছিলাম উত্তরবঙ্গের বৈষম্য দূর হবে কিন্তু আমরা দেখছি একই কায়দায় এই অন্তর্বর্তী সরকার একইভাবে উত্তরবঙ্গ কে বাজেট বৈষম্য এবং শিক্ষা ক্ষেত্রে বাজেট বৈষম্য দেখতে পাচ্ছি।

এ বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষ জানান,  
দেশের স্বনামধন্য ৫টি পরামর্শক প্রতিষ্ঠান থেকে প্রস্তাবনা পাওয়া গিয়েছে এবং সেগুলি যাচাই বাছাই ও মূল্যায়ন করা হচ্ছে।
পরামর্শক প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদানের পর তারা বিস্তারিত বাজেটসহ প্রকল্পটির প্রস্তাবনা তৈরি করবেন, যা একনেক (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) এর
সভায় অনুমোদনের জন্য উপস্থাপিত হবে। উন্নয়ন বাজেট প্রাপ্তির এই প্রক্রিয়ার মাধ্যমেই দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সরকারি সকল কর্মকাণ্ড পরিচালিত হয়। এই প্রক্রিয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর উন্নয়ন বাজেটও চলমান রয়েছে এবং এটি যথাসময়েই (চলতি বছরে) একনেক সভায় উত্তোলন করা সম্ভব।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর উন্নয়ন বাজেট এর বিষয়টি কর্মপরিধি, পদ্ধতি, বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে এ বিষয়ে ধৈর্য্যরে সাথে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে আহবান জানানো যাচ্ছে।

মর্ডান ব্লকেড তারা দুই দফা দাবি তুলে ধরেন, উত্তরবঙ্গের অনন্তকালের বাজেট বৈষম্য নিরসন ও এ অঞ্চলের সার্বিক (অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত) উন্নয়ন নিশ্চিতে একটি স্বতন্ত্র আঞ্চলিক কমিশন গঠন করতে হবে এবং উত্তরবঙ্গের বাতিঘর অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে হবে।

এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ  না করলে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হবে। 

আগামী কর্মসূচি

উত্তরবঙ্গের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং রংপুরের সাধারণ জনতাকে নিয়ে আগামীকাল আবু সাঈদ চত্বরে সমবেত হয়ে জেলা প্রশাসক কমিশনের বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এই উদ্দেশ্য আবু সাঈদ চত্বর থেকে  'মার্চ টু জেলা প্রশাসক' ও 'মার্চ টু বিভাগীয় কমিশনার' কর্মসূচি গ্রহণ করা হবে।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম জিএম কাদেরের উপর নিষেধাজ্ঞা, অব্যাহতপ্রাপ্ত নেতারা স্বপদে বহাল শিরোনাম কলাপাড়ায় পারিবারিক কলহে অভিমান করে স্বামীর আত্মহত্যা শিরোনাম দ্রুত স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আজকে ধর্মঘটের ডাক দিলেন  রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা  শিরোনাম কাউনিয়ার জমি নিয়ে বিরোধ হাসপাতালে ছাত্রদল নেতার মৃত্যু শিরোনাম ‘বাংলাদেশের অবস্থা ভারতের চেয়ে ভালো, তারা কেন ভারতে আসবে?’ শিরোনাম ‘বিশেষ কারাগারে’ ৫৯ ভিআইপি আসামি