ঢাকা, ১২ জুলাই, ২০২৫
আকতার মিয়া মহেশখালী প্রতিনিধি: :
প্রকাশিত : ১০:০৪ এএম, ১০ জুলাই ২০২৫
Digital Solutions Ltd

জলেয়ারমার ঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যতিক্রমী সাফল্য: মহেশখালী উপজেলায় তৃতীয় অবস্থান

প্রকাশিত : ১০:০৪ এএম, ১০ জুলাই ২০২৫

আকতার মিয়ার পাঠানো ছবি

আকতার মিয়া মহেশখালী প্রতিনিধি: :

 শিক্ষাক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলো কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জলেয়ারমার ঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়।

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি ৭৯.২৭ শতাংশ পাসের হার অর্জন করে উপজেলায় দ্বিতীয় স্থান দখল করেছে, যা স্থানীয়ভাবে শিক্ষার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কাইছার লিটন জানান, "আমাদের শিক্ষক-শিক্ষিকাগণ বছরের শুরু থেকেই নিরলস পরিশ্রম করেছেন। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস, মডেল টেস্ট, বিশেষ কোচিং ও মানসিক সহায়তা দেওয়ার মাধ্যমে আমরা এই ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছি।"


এবছর বিদ্যালয়ের পাসের হার শুধু পূর্ববর্তী বছরের তুলনায় বৃদ্ধি পায়নি, বরং জেলার গড় পাসের হার থেকেও উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে। সংশ্লিষ্ট অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিরা এমন ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন।

বিদ্যালয়ের এক ছাত্রী জানান,  “শিক্ষকদের আন্তরিকতা এবং নিয়মিত পড়ালেখার পরিবেশ আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমরা এই সাফল্য পরিবারের পাশাপাশি বিদ্যালয়কেও উৎসর্গ করতে চাই।

বিদ্যালয়ের সভাপতি জানান, আগামী বছর শতভাগ পাস নিশ্চিত করাসহ জিপিএ-৫ নিশ্চিত করতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে । এছাড়া বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, আইসিটি ল্যাব সম্প্রসারণ ও সহপাঠ কার্যক্রম জোরদারের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম হই হই রই রই, চাঁদাবাজ গেলি কই স্লোগানে উত্তাল সিরাজগঞ্জ শিরোনাম ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা শিরোনাম আলোচিত সোহাগ হ*ত্যার ঘটনায় গ্রেপ্তার ৫ শিরোনাম উত্তাল সাগরে ট্রলারডুবি: ৯ জেলে জীবিত উদ্ধার, নিখোঁজ ৩ শিরোনাম এক জুলাইয়ে আইজিপি, আরেক জুলাইয়ে রাজসাক্ষী শিরোনাম জলেয়ারমার ঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যতিক্রমী সাফল্য: মহেশখালী উপজেলায় তৃতীয় অবস্থান