ধুনটে গৃহবধূর আত্মহত্যা
বগুড়ার ধুনটে গলায় ফাঁস দিয়ে শ্যামলী খাতুন (১৯) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শুক্রবার ৭ মার্চ সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর দক্ষিণপাড়া গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে। শ্যামলী আক্তার ওই গ্রামের মেহেদী হাসানের স্ত্রী ও একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সেলিম রেজার মেয়ে।
এঘটনার সত্যতা নিশ্চিত করে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদ রানা নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, দেড় বছর পূর্বে দুই পরিবারের সম্মতিতে খালাতো ভাই মেহেদী হাসানের সাথে শ্যামলী খাতুনের বিয়ে হয়। বিয়ের পূর্ব থেকেই শ্যামলী খাতুন এ্যাজমা রোগে ভুগছিলেন। এ্যাজমা রোগে আক্রান্ত হওয়ায় শ্যামলী মানসিক ভাবে হতাশাগ্রস্ত ছিলেন। ফলে সে বিভিন্ন সময় অস্বাভাবিক আচরণ করতেন। বিয়ের পরে তাকে বেশ কয়জন চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করেও সুস্থ করা যায়নি। ঘটনার দিন সকালে শ্যামলী বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসেন। এসময় বাড়িতে কেউ না থাকায় অজানা কারণে নিজ ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
নিহতের স্বামী মেহেদী হাসান জানান, আমার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। অসুস্থতা বেশি হলে যন্ত্রণা সহ্য করতে না পেরে পাগলের মত আচরন করতো। অনেক চিকিৎসা করিয়েছি। কিন্তু তাকে সুস্থ করা যায়নি। সপ্তাহ খানেক আগে সে বাবার বাড়িতে বেড়াতে যায়। আজকে সে বাড়িতে আসবে সেটাই আমাকে জানায়নি। আমি পাশের একটি টুপি কারখানায় কাজ করি। গতরাতে ডিউটি শেষ করে অনুমান ১২ টার দিকে বাড়িতে আসি। এসময় আমার মা পাশের বাড়িতে ইসলামিক তালিমে ও বাবা কাজের জন্য বাহিরে ছিলেন। পরে ঘরে ঢুকতেই দেখি আমার স্ত্রীকে ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে আমার ডাক চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে নিচে নামিয়ে আনে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারো কোন অভিযোগ না থাকায় উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com