ঢাকা, ০৮ এপ্রিল, ২০২৫
আল ইয়ামিন আবির :
প্রকাশিত : ০৩:১২ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৫
Digital Solutions Ltd

স্বামী-সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী, গ্রেপ্তার ৩ অভিবাসী

প্রকাশিত : ০৩:১২ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৫

স্বামী-সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী, গ্রেপ্তার ৩ অভিবাসী

আল ইয়ামিন আবির :

স্বামী এবং তিন বছরের শিশু সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। ২৭ বছর বয়সী ওই নারী ভারতের ওড়িশার বাসিন্দা। ওই নারীকে তার স্বামীর সামনে ছুরির মুখে ধর্ষণ করা হয়। তামিলনাড়ুর তিরুপুরে এই গুরুতর অপরাধ সংগঠিত হয়েছে। এই ঘটনায় বিহার থেকে আসা সন্দেহভাজন তিন অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাতের খাবারের পর সবাই ঘুমাতে যান। সেই রাতে, তিন অভিযুক্ত নারীর স্বামীকে আক্রমণ করে দড়ি দিয়ে বেঁধে ফেলেন। তারা ছুরি দিয়ে দম্পতিকে হত্যার হুমকি দিয়ে নারীকে পালা করে ধর্ষণ করেন। এছাড়া, তারা দম্পতিকে পুলিশের কাছে ঘটনা জানালে হত্যা করার হুমকি দেন।

অভিযুক্তদের আটক করে এবং পরে গ্রেপ্তার দেখানো হয়। তদন্তকারী কর্মকর্তার তথ্য অনুযায়ী, ওই নারী তার স্বামী ও তিন বছরের সন্তানসহ সোমবার (১৭ ফেব্রুয়ারি) তিরুপুরে কাজের সন্ধানে আসেন। তিরুপুর রেলওয়ে স্টেশনের কাছে পুষ্পা জংশনে তারা যখন তাদের গন্তব্য সম্পর্কে অনেকটা অনিশ্চিত হয়ে পড়েন এবং ঠাঁয় দাঁড়িয়ে ছিলেন, তখন বিহারের অভিবাসী শ্রমিক মোহাম্মদ নাদিম (২৪), মোহাম্মদ দানিশ (২৫) এবং মোহাম্মদ মুরশিথ (২০) তাদের কাছে আসেন। তারা কাজের প্রস্তাব দিয়ে পরিবারটিকে লক্ষ্মী নগর এলাকায় তাদের ভাড়া ঘরে নিয়ে যান এবং সেখানে রাত কাটানোর জন্য থাকার ব্যবস্থা করেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। 

তবে দম্পতি মঙ্গলবার তিরুপুর নর্থ অল-উইমেন পুলিশ স্টেশনে ঘটনাটি জানায় এবং অভিযোগ করেন। পুলিশ মামলা নেয় এবং একই রাতে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাদেরকে বিচারিক ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়, যিনি তাদের বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এরপর অভিযুক্তদের কোয়েম্বাটুর সেন্ট্রাল কারাগারে রাখা হয়। ধর্ষণের শিকার নারী এখন তিরুপুর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম চাঁদা না দেয়ায় প্রাণনাশের হুমকি বিএন পি সভাপতির, থানায় জিডি সংখ্যালঘু জেলের শিরোনাম ‘উহুদের হাতিয়ার’ ধ্বনিতে গাজা গণহত্যার প্রতিবাদে মুখর বাকৃবি শিরোনাম কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদে গোসল করতে নেমে এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে শিরোনাম কচাকাটা প্রিমিয়ার লীগের গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত শিরোনাম সাতক্ষীরায় বিপুল পরিমাণ ভেজাল দুধ ও ঘি সহ দুই ভাই আটক শিরোনাম ৯ দিন বন্ধের পর আজ শুরু হচ্ছে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি