ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫
সাবরিনা জলিল :
প্রকাশিত : ০৬:১৪ এএম, ০৮ মার্চ ২০২৫
Digital Solutions Ltd

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন ট্রাম্প

প্রকাশিত : ০৬:১৪ এএম, ০৮ মার্চ ২০২৫

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন ট্রাম্প

সাবরিনা জলিল :

পূর্বে একাধিকবার তার নাম প্রস্তাব করার পর এবার ২০২৫ সালের মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 
নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট প্রকাশ করেছে, এই বছর মোট ৩৩৮টি মনোনয়ন পাওয়া গেছে। এর মধ্যে ২৪৪ জন ব্যক্তি এবং ৯৪টি সংস্থা রয়েছে।


পোপ ফ্রান্সিসের মতো উল্লেখযোগ্য ব্যক্তিদের নামও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। মনোনীতদের পরিচয় ৫০ বছর ধরে গোপন থাকলেও কিছু নাম মাঝে মাঝে নানাভাবে সামনে আসে।


মার্কিন কংগ্রেসম্যান ড্যারেল ইসা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন, তিনি মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টায় ট্রাম্পের অবদানের কথা উল্লেখ করে এই পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করেছেন। যদিও আনুষ্ঠানিক সময়সীমার পরে তার মনোনয়নতি জমা দেওয়া হয়েছিল। এর আগে ইউক্রেনীয় সংসদ সদস্য ওলেকজান্ডার মেরেঝকো ট্রাম্পকে মনোনীত করেছিলেন।


অপরদিকে, নরওয়ের আইনপ্রণেতারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, তারা ন্যাটোর সাবেক মহাসচিব স্টলটেনবার্গ, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং পোপ ফ্রান্সিসকে এই পুরস্কারের জন্য মনোনীত করেছেন। পোপ ফ্রান্সিস শান্তির পক্ষে, বিশেষ করে ইউক্রেন এবং গাজার মতো যুদ্ধবিধ্বস্ত অঞ্চল নিয়ে বেশ স্পষ্টবাদী।


প্রসঙ্গত, নরওয়েজিয়ান নোবেল কমিটি আগামী অক্টোবরে বিজয়ীদের নাম ঘোষণা করবে। গত বছর জাপানের পারমাণবিক বোমা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের দল নিহন হিডানকিওকে পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম সাতক্ষীরার দেবহাটায় চাঁদপুরের মারকাজ মসজিদের ইমামকে লাঞ্ছিত করায় প্রতিবাদ সমাবেশ শিরোনাম ৫০০ টাকায় বিয়ে বাড়ীতে ভাড়া দেওয়া হলো প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ। শিরোনাম আখাউড়ায় ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে নিচে পড়ে তরুণের মৃত্যু, গুরুতর আহত ৩ শিরোনাম ভূরুঙ্গামারীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শিরোনাম নির্বাচন নিয়ে ফজলুর রহমানের হুঁশিয়ারি শিরোনাম নরসিংদীতে তুচ্ছ ঘটনায় ৪ জনকে কুপিয়ে জখম,একজনের গলা কেটে হত্যার চেষ্টা!!!