হাসিনা-আসাদের পর পতন হতে যাচ্ছে নরেন্দ্র মোদির?
স্বৈরাচারদের পতন অনিবার্য।ইতিহাসে কোন স্বৈরাচারী স্থায়ী হতে পারেনি।এইতো গতবছর মোদির পরম মিত্র হাসিনা ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।শুধু কি হাসিনা?
এরপর সিরিয়ার প্রেসিডেন্ট বাঁশার আল আসাদের ২৪ বছরের শৈরতন্ত্র ধ্বসে পড়ে গত বছরই ।তিনিও আন্দোলনের মুখে দেশ ছেড়ে চোরের মত পালাতে বাধ্য হন।
কট্টর হিন্দুত্ববাদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যে সেই পথে হাঁটছেন না তা আর বোঝার বাকি নেই।একের পর এক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন বিরোধীদল ও সংখ্যালঘুদের ওপর।তাই অনেকে মনে করছেন হাসিনা ও আসাদের মত পরিণতি হতে পারে মোদীর ও।
বিগত ১৬ বছরে হাসিনার স্বৈরশাসন সবাই দেখেছেন। সে কেডে নিয়েছিলো মানুষের ভোটের অধিকার । তার বিরুদ্ধে কেউ আওয়াজ তুললে ঐ ব্যাক্তিকে করা হতো গুম, খুন ,হত্যাসহ নারাবিধ অত্যাচার।
অপরদিকে ২০০০ সালে বাবার মৃত্যুর পর ক্ষমতায় এসেছিলেন বাসার আল আসাদ।আসাদের পিতা ২৯ বছর ক্ষমতায় ছিলেন। তারই উত্তরাধিকার সূত্রে তিনি ক্ষমতায় আসেন এবং শুরু করেন আর এক স্বৈরশাসনের সাম্রাজ্য।বিরোধীদের প্রতি কোন প্রকার সহনশীলতা ছিল না আসাদের।একসময় এই বাজে নীতি কাল হয়ে দাঁড়ায় তার জন্য।আন্দোলনের মুখে গদি ছাড়তে হয় তাকে।
ভারতের মোদি সরকার ও একই পথে হাঁটছে মুসলমানদের প্রতি যে অন্যায় অবিচার করে যাচ্ছে মোদি সরকার তার যে প্রতিফলন ঘটবে এটা আর বোঝার বাকি থাকে না।মুসলমানদের বাবরি মসজিদের জায়গা দখল করে সেখানে রাম মন্দির স্থাপন করেছেন এই কট্টর পন্থী হিন্দুত্ববাদী নেতা।সে সময় নির্বিচারে হত্যা করা হয়েছিলো মুসলমানদের ।
মোদির এই ন্যাক্কারজনক ঘটনায় আন্দোলনের নেমেছিল বিশ্বজুড়ে মুসলমানরা। শুধু কি বাবরি মসজিদ মুসলমানদের আরো বেশ কিছু উপাসনালয় ভেঙে দেয়ার খবর পাওয়া যায়।
জ*য় শ্রী*রা*ম না বলায় মুসলমানদের ওপর আক্রমণের কোন ঘটনা ঘটেনি ইন্ডিয়ায় তার হাজারো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। নামাজ পড়ায় বাধা সহ ধর্মচর্চা সকল প্রকার বাধা সৃষ্টি করেছে এই কর্কটপ পন্থী হিন্দুত্ববাদী নেতা ও তার অনুসারীরা।
গনঅভ্যুত্থানের মুখে পড়ে যেভাবে লেজ গুটিয়ে পালেছেন হাসিনা,সিরিয়ার আসাদ সরকার ।
অনেকেই মনে করছেন নরেন্দ্র মোদির পরিণতি ও এমন হতে পারে।
বাকিটা সময় বলে দেবে, কি পরিণতি হবে এই কর্কটপ পন্থী নেতার।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com