পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কট করা নারী ফুটবল দলের ১৮ সদস্য এমনকি ফুটবল ছেড়ে দেওয়ার হুমকিও দিয়েছেন। মেয়েদের এমন কঠোর অবস্থানের পর তড়িঘড়ি করে বৃহষ্পতিবার রাতে সাত সদস্যের বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তদন্ত কমিটির প্রধান বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানের আশা, কোচ ও খেলোয়াড়ের মধ্যে বিরোধের একটি সুন্দর সমাধান তাঁরা দিতে পারবেন।
'আসলে বিশেষ পরিস্থিতিতে এই কমিটি দায়িত্ব নিয়েছি।