ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫
মো আব্দুল্লাহ আনন্দ  :
প্রকাশিত : ১২:০৫ পিএম, ১২ মার্চ ২০২৫
Digital Solutions Ltd

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মাহমুদউল্লাহর 

প্রকাশিত : ১২:০৫ পিএম, ১২ মার্চ ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মাহমুদউল্লাহর 

মো আব্দুল্লাহ আনন্দ  :

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার পাণ্ডবে অন্যতম সদস্য সাইলেন কিলার খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ। গত বছর কেন্দ্রীয় শক্তিতে নাম ছিল তার৷ তবে নিজের চেয়ে তালিকা থেকে নাম তুলে নেন তিনি৷ তখন থেকে ধারণা করা যাচ্ছিল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর হয়তো হয়তো অবসার নিবেন তিনি,অবশেষে সেটাই সত্যি হলো৷  

আজ ১২ই মার্চ (বুধবার) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে নিজের অবসরের ঘোষণা দেন এই তারকা অলরাউন্ডার ।

মাঠ থেকেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন মাহমুদউল্লাহ । গুঞ্জন উঠেছিলো টেস্টে মাদম মাঠে থেকেই বিদায় নিবেন এই অলরাউন্ডার । হঠাৎ নিজে অফিসে ফেসবুক পেজে অবসরের ঘোষণা দেন তিনি।  নিজের ফেসবুক পেইজে অবসরের ঘোষণা দিয়ে মাহমুদল্লাহ লিখেছেন, 'সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সহকর্মী, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই যারা সবসময় আমাকে সমর্থন করেছেন।'

তিনি যোগ করে আরো লিখেন 'পরিশেষে আমার স্ত্রী এবং সন্তানদের ধন্যবাদ, যারা আমার ভালো এবং খারাপ সময়ে আমার পাশে ছিলেন। আমি জানি রাইদ লাল-সবুজ জার্সিতে আমাকে মিস করবে। সবকিছুই যে নিখুঁতভাবে শেষ হয় তা নয়, কিন্তু আপনি হ্যাঁ বলেই এগিয়ে যান। শান্তি........... আলহামদুলিল্লাহ। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।
বাংলাদেশের ক্রিকেটে অন্যতম ভূমিকা রাখা এই ক্রিকেটারের  পারফরম্যান্সের স্মরণ রাখবে কোটি টিকেট ভক্ত৷ 


তিনি বাংলাদেশের জার্সিতে ৫০টি টেস্ট, ২৩৯টি ওয়ানডে ও ১৪১টি টি-টোয়েন্টি খেলেছেন । টেস্টে ব্যাট হাতে ২৯১৪ রান ও বল হাতে ৪৩ উইকেট শিকার করেন এ অলরাউন্ডার। আর ওয়ানডেতে ৫৬৮৯ রানের সঙ্গে ৮২ উইকেট এবং টি-টোয়েন্টিতে ২৪৪৪ রানের সঙ্গে ডানহাতি অভিজ্ঞ তারকার শিকার ৪১ উইকেট

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম সাতক্ষীরার দেবহাটায় চাঁদপুরের মারকাজ মসজিদের ইমামকে লাঞ্ছিত করায় প্রতিবাদ সমাবেশ শিরোনাম ৫০০ টাকায় বিয়ে বাড়ীতে ভাড়া দেওয়া হলো প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ। শিরোনাম আখাউড়ায় ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে নিচে পড়ে তরুণের মৃত্যু, গুরুতর আহত ৩ শিরোনাম ভূরুঙ্গামারীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শিরোনাম নির্বাচন নিয়ে ফজলুর রহমানের হুঁশিয়ারি শিরোনাম নরসিংদীতে তুচ্ছ ঘটনায় ৪ জনকে কুপিয়ে জখম,একজনের গলা কেটে হত্যার চেষ্টা!!!