ওয়ার্নার-নারিন
সোমবার (২৭ জানুয়ারি) সিডনি থান্ডার্সের হয়ে বিগ ব্যাশ ফাইনাল খেলার পর ওয়ার্নারের বিপিএলে আসতে সমস্যা হওয়ার কথা নয়। প্লে-অফেই রংপুরের হয়ে দেখা যেতে পারে তাকে। আর নারিনকে ফাইনালে খেলানোর ইচ্ছা রাইডার্সের। ওয়ার্নার এর আগে ২০১৮–১৯ মৌসুমে বিপিএলে খেলেছেন সিলেট সিক্সার্সের হয়ে। নারিন তো বিপিএলের পরিচিত মুখই। এ পর্যন্ত ছয় মৌসুম খেলেছেন বিপিএলে।
আগামী ২ ফেব্রুয়ারি দুবাইয়ের আইএল টি-২০–তে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলা আছে নারিনের। নাইট রাইডার্স যদি প্লে–অফে ওঠে, তাহলে নারিনের বিপিএলে আসার সম্ভাবনা কমে যাবে।
দলের নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেছেন, ‘টিম ডেভিডের আসা চূড়ান্ত। ওয়ার্নার ও নারিনের সঙ্গেও চুক্তি হয়েছে। তবে তাদের আনা হবে পরিস্থিতি বুঝে, সেভাবেই চুক্তি হয়েছে।’ অবশ্য নারিন শেষ পর্যন্ত না এলেও মন্দের ভালো রংপুরের জন্য। আবুধাবি নাইট রাইডার্স প্লে-অফে গেলে যে নারিনের মতো ফরচুন বরিশালের কাইল মায়ার্সও আর আসবেন না বিপিএলে!
প্রায় শেষের দিকে বিপিএলের প্রথম রাউন্ড। এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। প্লে-অফকে সামনে রেখে তারকা ক্রিকেটারদের দলে ভেড়ানো পথে হাঁটছে ফ্রাঞ্চাইজিগুলো। বিপিএলের শেষ চারের লড়াইয়ে দেখা যেতে পারে ডেভিড ওয়ার্নার ও সুনীল নারিনের মতো বড় তারকাদের।
আগের তিন বিদেশি ইফতিখার আহমেদ, খুশদিল শাহ ও আকিফ জাভেদকে রেখে অস্ট্রেলিয়ার টিম ডেভিডকে চূড়ান্ত করে ফেলেছে রংপুর রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিটির একটি সূত্র দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিনের সঙ্গেও চুক্তির আনুষ্ঠানিকতা সেরে ফেলা হয়েছে। কোন সময়ে কাকে আনা হবে, সেটি ঠিক হবে পয়েন্ট টেবিলে দলের অবস্থান বুঝে।
দলের নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেছেন, ‘টিম ডেভিডের আসা চূড়ান্ত। ওয়ার্নার ও নারিনের সঙ্গেও চুক্তি হয়েছে। তবে তাদের আনা হবে পরিস্থিতি বুঝে, সেভাবেই চুক্তি হয়েছে।’ অবশ্য নারিন শেষ পর্যন্ত না এলেও মন্দের ভালো রংপুরের জন্য। আবুধাবি নাইট রাইডার্স প্লে-অফে গেলে যে নারিনের মতো ফরচুন বরিশালের কাইল মায়ার্সও আর আসবেন না বিপিএলে!
এ দিকে শুধু মায়ার্সের অপেক্ষায় বসে নেই বরিশাল। দলের এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা এসএ২০ আর অন্য লিগগুলো শেষ হওয়ার অপেক্ষায় আছি। ফ্রি হলে কাইল মায়ার্স ফিরতে পারেন। বড় কোনো পেসার আনা হতে পারে। নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনেও হতে পারেন। দু–তিন দিনের মধ্যে এটা চূড়ান্ত হবে।’
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com