‘দ্বিতীয় চাঁদ’ পাবে পৃথিবী!
বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ব। অস্থায়ী জুনিয়র সঙ্গী পাচ্ছে ‘পৃথিবীর চাঁদ’। অর্থাৎ, সাময়িক সময়ের জন্য দুই চাঁদ পাচ্ছে পৃথিবী। কিন্তু কীভাবে?
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যানুসারে, ‘মিনি মুন’ বা একটি ছোট চাঁদ প্রায় দুই মাস আমাদের গ্রহের চারপাশে ঘুরবে। পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাবে চলতি বছরের ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত পৃথিবীকে প্রদক্ষিণ করবে গ্রহাণুটি।
নাসা অর্থায়িত অ্যাস্টেরয়েড টেরেস্ট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম (অ্যাটলাস) ব্যবহার করে, গত ৭ আগস্ট ‘২০২৪ পিটি৫’ নামের গ্রহাণুটি শনাক্ত করা হয় বলে জানা গেছে।
আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির রিসার্চ (আরএনএএএস) নোটে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, গ্রহাণুটি খুব বেশি বড় নয়। এটি মাত্র ১০ মিটার (৩৩ ফুট) ব্যাস বিশিষ্ট। পৃথিবীর চারপাশ প্রদক্ষিণে ‘২০২৪ পিটি৫’ তার ৫৩ দিনের মেয়াদে সম্পূর্ণ কক্ষপথ ঘুরতেও সক্ষম হবে না। 
কার্লোস দে লা ফুয়েন্তে মার্কোস এবং রাউল দে লা ফুয়েন্তে মার্কোস রচিত আরএনএএএস রিপোর্টে বলা হয়েছে, পৃথিবীর মাধ্যাকর্ষণের একটি প্রবণতা রয়েছে গ্রহাণুগুলোকে আকর্ষণ করার এবং তাদের কক্ষপথে টেনে নেয়ার।
এতে আরও বলা হয়, এই গ্রহাণুগুলো কখনও কখনও আমাদের গ্রহের চারপাশে এক বা একাধিক সম্পূর্ণ ঘূর্ণন সঞ্চালন করে, যখন অন্য সময় তারা একটি কক্ষপথ সম্পূর্ণ ঘোরার আগে পৃথিবীর উপবৃত্তাকার পথ থেকে দূরে চলে যায়।
এদিকে, ২০৫৫ সালে এই গ্রহাণুটি আবারও ‘দ্বিতীয় চাঁদ’ হিসেবে পৃথিবীর কক্ষপথে ফিরে আসবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
সূত্রঃ এনডিটিভি, দ্যা গার্ডিয়ান
					
				        	৪র্থ তলা,  হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
						
 
					
 সম্পাদক 
			        	
  মোজাম্মেল দিলন  
					
 প্রকাশক
			        	
 সবার কথা মিডিয়া লিমিটেড 
			        	সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
					
 নিউজ
			       	
 ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
		          	
 Email: sobarkothabdnews@gmail.com
		        	
 বিজ্ঞাপণ 
			       	
 ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
		          	
 Email: sobarkothabdnews@gmail.com
		        	
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com